অর্পিতা বনিক, দেশের সময়:

দেখুন ভিডিও

যাঁরা হাতে হাত রেখে এই শহরেই প্রেমের আর চুমুর দিব্যি দিয়ে বাকি জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার করেছেন তাঁরা প্রি ওয়েডিং শ্যুটের জন্য এই শহরকেই বেছে নিতে পারেন। সর্বংসহা এই শহরের আদর গায়ে মেখে স্মরণীয় করে রাখতে পারেন বিবাহের প্রাক-মুহূর্ত।

বনগাঁ ‘আনন্দ নগরী’, বনগাঁ ‘মিছিল নগরী’। আরও আরও অনেক কাঁটা আর পালক জুড়ে আছে সীমান্তের এই শহরের মুকুটে। তবু আজও এই বনগাঁ চলিয়াছে নড়িতে নড়িতে। তার সঙ্গে হেঁটে চলেছে অজস্র মানুষ ইছামতি নদীর স্রোতের মতো। জীবনের জন্য, জীবিকার জন্য, স্বাধীনতার জন্য, একটু সুখ খোঁজার জন্য। হেঁটেছে, হেঁটে চলেছে অগুণতি যুগল প্রেমের জন্যও। 

পারমাদন : বনগাঁয় থাকেন অথচ একবারও পারমাদনে যাননি, এটা সম্ভব নয়। এখন কিন্তু অনেক যুগল এই পারমাদন চত্বরকে বেছে নিচ্ছেন তাঁদের প্রিওয়েডিং-এর জায়গা হিসেবে। সবুজে ভরা নদীর পাড়, দূরে অসংখ্য হরিণেদের আনাগোনা। জঙ্গলের সবথেকে উঁচু গাছটার মাথা স্পষ্ট দেখতে পাবেন নদীতে ভাসানো নৌকা থেকে। কুয়াশামাখা আধো আলোতে ছবি তুলতে গেলে পৌঁছে যেতে হবে ভোরবেলা আর অপরূপ সূর্যাস্তকে সাক্ষী করে নিজের ভালবাসার মানুষকে কাছে টেনে নিতে চাইলে পৌঁছে যেতে পারেন বিকেলবেলা। সবটা ঠিক করার আগে অবশ্যই আপনার ফটোগ্রাফারের সঙ্গে কথা বলে নেবেন।


বিভূতিভূষণ ঘাট: ইছমতির পাড়ে শীতের মরশুমে হলুদ সরষে ক্ষেতের সঙ্গে ঝুলন্ত সেতু। প্রিওয়েডিং শ্যুটের জন্য এই জায়গা অসাধারণ। সাধারণ ছুটির দিনে বেশ ভালই ভিড় থাকে তাই সপ্তাহের অন্য দিনগুলির মধ্যে থেকেই একদিন বেছে নিয়ে চলে যান বিভূতি ভূষণ ঘাটে। ইছামতির হাওয়া, শান্ত পরিবেশ কিছু ছবি তুলে নিয়ে নৌকাবিহারে বেরিয়ে পড়ুন। শান্ত স্নিগ্ধ ইছামতির বুকে আপনি আর আপনার ভালবাসার মানুষ… ৷

অগ্নিকন্যা পার্ক: বনগাঁ পুরসভার এই পার্ক এখন বেশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, তাই অনেক হবু দম্পতিই এই জায়গা বেছে নিচ্ছেন। এই পার্কে রয়েছে সুন্দর বাগান, সঙ্গে আলোর ব্যবস্থাও। আপনার মনের মতো জায়গা বেছে নিয়ে শুরু করে দিন প্রিওয়েডিং শ্যুট।

রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাড়ি: বনগাঁর ছয়ঘরিয়ার এই বাড়ির দালানে অদ্ভুত এক মায়া রয়েছে। সূর্যাস্তের সোনালি আভাতে নিজেদের প্রেমের গল্প ফুটিয়ে তুলতে চাইলে অবশ্যই এই জায়গাকে বেছে নিতে পারেন আপনার প্রিওয়েডিং শ্যুটের জন্য। পুরনো অলি গলি, বনেদি বাড়ির জানলা-দরজা, সঙ্গে আপনার প্রিয় মানুষটি। যেখানে মন চায় সেখানেই সেরে ফেলুন আপনার প্রিওয়েডিং ফটো শ্যুট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here