• দেশের সময় ওয়েবডেস্কঃ : লোকসভা নির্বাচনের আগে আজ থেকে শুরু হল দেশের বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি পেশ হচ্ছে অন্তর্বর্তী বাজেট। বুধবার অধিবেশন শুরুর আগে নিয়মমাফিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্য পেশ করলেন। রামনাম নিয়ে বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী। নতুন সংসদ ভবনে এই প্রথম বাজেট পেশ হবে।

বুধবার সংসদে অধিবেশন শুরুর আগেই বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সমস্ত সাংসদরা অসংসদীয় আচরণের জন্য গত অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছিলেন, তাদের কটাক্ষ করে বললেন, “যারা অসংসদীয় আচরণ করেন, তাদের কেউ মনে রাখে না।”

নরেন্দ্র মোদী বলেন, ‘সংসদে সকলে নিজ নিজ কর্তব্য পালন করেন। কিন্তু, কেউ কেউ আছেন যাদের অভ্যাস দাঁড়িয়ে গিয়েছে সংসদে হাঙ্গামা করা। অনেকেই গণতন্ত্রের সম্মানহানি করেছেন। এই ধরণের সাংসদদের বলব, এই অন্তর্বর্তী বাজেটে আত্মপক্ষ সমালোচনা করুন। ১০ বছর কী কী করেছেন, ভেবে দেখুন। যা যা হাঙ্গামা করেছেন, ভেবে দেখুন। যত তীক্ষ্ণই আলোচনা হোক না কেন, সংসদে এই ধরণের আচরণ কাম্য নয়।’ তাঁর সংযোজন, ‘যারা সংসদে হাঙ্গামা করেছেন, তাঁদের কেউ মনে রাখবে না। বরং সংসদে ভালো বক্তব্য রাখার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে, তাদেরই মানুষ মনে রাখবে।’

এ দিন বাজেট অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “গত অধিবেশনে অনেক সাংসদরাই নিজের ইচ্ছে মতো আচরণ করেছেন। যে সকল সাংসদের অভ্যাস রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ ছিড়ে ফেলার, সংসদ বিরোধী আচরণ করার, আশা করি তারা নিজেদের আত্মসমীক্ষা করবেন, ভাববেন যে সাংসদ হিসাবে তারা কী কাজ করবেন। যারা সংসদে অশান্তি সৃষ্টি করেন, তাদের কেউ মনে রাখবে না। এই বাজেট অধিবেশন অনুশোচনা করার ও ইতিবাচক ছাপ রেখে যাওয়ার সুযোগ। আমি সকল সাংসদের কাছে অনুরোধ করছি এমন সুযোগ হাতছাড়া করবেন না। নিজেদের সেরাটুকু দিন।”

তিনি বলেন, “যারা সংসদে ইতিবাচক অবদান রয়েছে, তাদেরকে সকলে মনে রাখে। কিন্তু যারা অশান্তি সৃষ্টি করেন, তাদের খুব কম সংখ্যক মানুষই মনে রাখেন। এই বাজেট অধিবেশন আপনাদের কাছে সুযোগ। নিজের সেরাটা দিন।”

এ ছাড়াও এদিন নারী ক্ষমতায়ন নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘নতুন সংসদ ভবনে প্রথম যে অধিবেশন হয়েছিল তার শেষভাগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তা হল নারীশক্তি বন্ধন অধিনিয়ম। তারপর আমরা সকলে কর্তব্যপথে নারীশক্তির প্রতিফলন দেখলাম। আর এই অধিবেশনেও নারীশক্তির প্রতিফলন আমরা দেখব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মার্গদর্শনে আমরা অধিবেশন শুরু করব এবং কাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট পেশ সেই নারী ক্ষমতায়নেরই পরিচয় বহন করবে।’

প্রধানমন্ত্রী মোদী জানান, নতুন সরকার তৈরি হলে বিজেপি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। তিনি বলেন, “আমরা ঐতিহ্য বজায় রেখে নতুন সরকার গঠন করার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here