সঙ্গীতা চৌধুরী : কলকাতা

জানুয়ারির শেষে আসছে ক্লিক অরিজিনালসের নতুন ওয়েব সিরিজ ‘৩৬ ঘন্টা’। সিরিজের পরিচালক জন হালদার। এখানে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কৌশিক রায় এবং প্লাবন বসু। লোভ, প্রতারণা আর বিফলতায় জর্জরিত এক রোমহর্ষক থ্রিলার ঘরানার সিরিজ এটি। 

সিরিজটির কাহিনীর কেন্দ্রীয় চরিত্রে রয়েছে নীহার নামে এক ব্যবসায়ী। তার আর্থিক সমস্যা নিয়ে কাহিনী এগোবে, কিন্তু একটা মোচড় আসবে যখন নীহার রাস্তায় কাকতালীয়ভাবে একটি দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে বেশ কিছু টাকা পেয়ে লোভ সামলাতে না পেরে সেগুলো আত্মসাৎ করে। ঘটনার টানাপোড়েনে এই টাকার জন্যই সে ধীরে ধীরে জড়িয়ে পড়বে একটি রাজনৈতিক জালে। এরপর ঘটনাক্রম নীহারকে কোন দিকে নিয়ে যায় তা নিয়েই ‘৩৬ ঘন্টা’ ওয়েব সিরিজের গল্পের বিন্যাস। 

পরিচালক জন হালদারের কথায়, ” এই বিষয়টি বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুবই প্রসঙ্গিক। এখানে বিশেষ বার্তা হলো পরিস্থিতির চাপে একটা মানুষ কিভাবে বদলে যেতে পারে এবং লোভের পরিনতি যে কত মারাত্মক হতে পারে সেটাই তুলে ধরা হয়েছে। ক্লিকের সঙ্গে আমার এটি তৃতীয় কাজ”।

অভিনেতা কৌশিক রায় জানান, ” আমি প্রধানত টেলিভিশনের কাজই করেছি, তবে এই প্ল্যাটফর্মে এধরনের একটা কাজ করে অন্যরকম অভিজ্ঞতা হলো। ক্লিকের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমি একজন সাধারণ মানুষের চরিত্রায়ণ আগেও করেছি কিন্তু ভীত, পলাতক, লোভে জর্জরিত একজন মানুষের সূক্ষ্ম অনুভূতি ফুটিয়ে তোলা বেশ শক্ত কাজ ছিল। আশা করি দর্শকেরা আমাকে একটু অন্যভাবে পাবেন “

অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় বেশ উচ্ছ্বসিত সিরিজটির কাজ করে, তিনি বলেন, “এটি আমার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। আমরা বেশ কঠিন আউটডোর শিডিউলে শ্যুট করেছি। টেলিভিশনের ধারাবাহিকের পরে এমন একটি রহস্যজনক ওয়েব সিরিজের কাজ বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। 

 আমি এখন দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।”

সিরিজের চিত্রনাট্য ও সংলাপ সঞ্জয় ভট্টাচার্যের। অন্য চরিত্রগুলোতে দেখা যাবে প্লাবন বসু , দেবশ্রী রায়, সোমনাথ চক্রবর্তীকে। আশা করা যাচ্ছে সিরিজের এধরনের একটি বিষয় সমাজের কাছে শিক্ষণীয় হয়ে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here