দেশের সময়, বনগাঁ: তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বনগাঁয় রতন ঘোষের প্রভাব প্রশ্নাতীত। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রতন ঘোষ। সেই দাপুটে নেতাকে পুরভোটের ময়দানে বুধবারই নামাল জেলা নেতৃত্ব৷

বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার বলেন, বিজেপি-র আগ্রাসন রুখতে এবং কর্মীদের মনবল বাড়াতে সেই সঙ্গে পুরভোটে বিরোধীদের কে ২২শূন্য করতে আমাদের নেতা রতন ঘোষকে দক্ষতার সঙ্গে কাজ করতে বলা হয়েছে৷

তৃণমূল নেতা রতন ঘোষ বলেন বুধবার বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকারের হাত থেকে দলীয় পতাকা শক্ত করে ধরে শপথ নিয়েছি এবারের পুর নির্বাচনে বনগাঁ সহ যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কাজের নির্দেশ দেবেন আমি সেই কাজ নিপূণ ভাবে করব এবং বিশেষ করে এই বনগাঁয় তৃণমূলের জন্মলগ্ন থেকে দলটা করেছি, দায়িত্বের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বনগাঁর ২২টি আসনই জয় করে আমাদের প্রিয় নেত্রীকে উপহার দেব৷

এদিন রতন ঘোষ ৫নং ওয়ার্ডের প্রার্থী দিলীপ মজুমদারের সঙ্গে তাঁর এলাকায় ঘুরে কর্মীদেরকে ভোট যুদ্ধের পরিকল্পনা দেন বলে জানান প্রার্থী দিলীপ মজুমদার, তিনি আরও বলেন রতন বাবু আমাদের দলের সম্পদ৷ তাঁকে পেয়ে আমরা খুশি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here