দেশের সময় ওয়েবডেস্কঃ কাশী বিশ্বনাথের মন্দির মোদী-ময়। গঙ্গার ঘাট থেকে মন্দিরের দরজা পর্যন্ত করিডোরের উদ্বোধন করলেন তিনি। এছাড়াও গঙ্গায় ডুব, পুজোপাঠ এবং সবশেষে বক্তৃতা দিলেন। গোটা সকালটা তিনি কাটালেন বারাণসীর পুণ্যভূমিতে।

এদিন বার বার হর হর মহাদেব আওয়াজ তুলেছেন তিনি। এমনকী এও বলেছেন, কাশীতে একজনেরই সরকার, যাঁর হাতে ডমরু রয়েছে। 

গোটা কাশী শহর জুড়ে উৎসবের আবহ চোখে পড়ার মতো, সোমবার সন্ধ্যায় তা উজ্বল হলো। শিব দীপাবলির রাতে প্রদীপের আলোয় সেজে উঠল গোটা কাশী। ওই প্রদীপের আলোয় কয়েক কিলোমিটার জুড়ে থাকা বারাণসীর ঘাট যেন গঙ্গার বুকে বিছানো সোনার অলঙ্কারের মতো! সকালে গঙ্গাস্নান সেরে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর করিডর উদ্বোধন শেষে সন্ধ্যায় বারাণসীর নয়নাভিরাম গঙ্গা আরতির দৃশ্য দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

https://www.facebook.com/BJP4India/videos/4952876911391058/

শিব দীপাবলিতে গঙ্গারতি বারাণসীবাসীর কাছে একটি বিশেষ দিন। সারা দিনের একাধিক কর্মসূচির পর গঙ্গাবক্ষে প্রমোদতরীতে বসে কাশীর বিখ্যাত দশাশ্বমেধ ঘাটের আরতি দর্শন করলেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

কাশীতে অনেক আগে থেকেই শুরু হয়েছিল এই বিশেষ দিনের প্রস্তুতি। তার উপর প্রধানমন্ত্রীর উপস্থিতি এই উৎসবকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। এ দিন বারাণসীর সমস্ত ঘাট প্রায় ১১ লক্ষ প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে তোলা হয়েছে। ঘাটে ঘাটে প্রদীপ জ্বালানোর জন্য একাধিক দল গঠন করা হয়েছিল। শুধু প্রদীপ জ্বালানোই নয়, সমস্ত ঘাটে রং দিয়ে আলপনাও আঁকা হয়েছে। সাজানো হয়েছে ফুল দিয়ে। গঙ্গার ঘাট ছাড়াও গোটা কাশী শহরের প্রতিটি ঘরে, পাড়ায় প্রদীপ জ্বালানো হয়েছে এই বিশেষ দিনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here