দেশের সময় কলকাতা :বৃহস্পতিবার রাতে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়িতেই পিছন থেকে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। এসএসকেএম-এর তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রীর মাথায় গভীরভাবে কেটে গিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে। নাকেও কেটে যায়। ফলে পড়েছে একাধিক সেলাই। এই ঘটনার পরই তাঁর বাড়ির সামনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি লালবাজারের বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করবে বলে সূত্রের খবর। 

আপাতত কালীঘাটের বাড়িতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল ও তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। শুক্রবার তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখবেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার এসএসকেএম কর্তৃপক্ষের ‘পিছন থেকে ধাক্কা’ মন্তব্য নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। পর সেই মন্তব্যের ব্যাখ্যাও মিলল এসএসকেএম কর্তৃপক্ষের কাছে থেকে।

মমতা বন্দ্যোপাধ্যায় পিছন থেকে ধাক্কার কারণে পড়ে গেছেন বলে জানানো হয়েছে। এখন প্রশ্ন হল, তাঁকে কে ধাক্কা দেবে? রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতেই এভাবে চোট পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয় নিয়েও বিস্তর চর্চা চলছে। এরই মধ্যে জানা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এবং ঘটনার তদন্ত করে দেখতে বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে লালবাজারের তরফে।

সূত্র মারফৎ জানা গেছে, শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবে লালবাজারের বিশেষ টিম। সায়েন্টিফিক উইং, ফরেন্সিক উইং, ফটোগ্রাফি সেকশন থাকছে ওই দলে। তাঁরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি যাঁরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের সবার বয়ান রেকর্ড করবে। একই সঙ্গে, সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবে তাঁরা। কালীঘাট থানার সঙ্গে যৌথভাবে তদন্ত করবে লালবাজার।

গোটা ঘটনা প্রসঙ্গে এসএসকেএম হাসপাতালেরঅধিকর্তা ড. মণিময় বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতেই
-কে জানিয়েছিলেন, ”পিছন থেকে ধাক্কার অর্থ এই নয় যে কেউ শারীরিক ধাক্কা মেরেছে, এর অর্থ মুখ্যমন্ত্রী সেইসময় অনুভব করেছিলেন কেউ যেন তাঁকে ধাক্কা মেরেছেন।”

চিকিৎসক আরও জানিয়েছেন, “এসএসকেএম হাসপাতালের নিউরো সার্জারির প্রধান, মেডিসিনের প্রধান এবং কার্ডিওলজিস্টরা তাঁকে পরীক্ষা করেন। মুখ্যমন্ত্রীর কপালে ৩টি ও নাকে ১টি সেলাই পড়েছে। তাঁকে হাসপাতালে থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান”।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here