দেশের সময় ওয়েবডেস্কঃ সীমান্তে ট্রাক টার্মিনাসগুলি থেকে রাজ্য সরকারের কোষাগারে যে রাজস্ব আসার কথা তা আসছে না। এ নিয়ে বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে সীমান্ত লাগোয়া সমস্ত ট্রাক টার্মিনাস পরিবহণ দফতর নিয়ে নেবে। এখন বিভিন্ন বেসরকারি সংস্থা সেগুলি দেখে। মমতা এদিন ক্ষোভের সঙ্গে বলেন, “প্রাইভেটের নামে করে খাওয়া হচ্ছে। এসব আর চলবে না।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “ট্রাক টার্মিনাসে কেউ কেউ টাকা তুলছেন, এতে ব্যক্তির পকেট ভরলেও সরকারের কোষাগারের কোনও সুবিধা হচ্ছে না। গোটা বিষয়টি পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে নিতে বলেন, জ্যোতিপ্রয় মল্লিককেও।

গোটা বিষয়টি পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে নিতে বলেন, জ্যোতিপ্রয় মল্লিককেও।

মমতা এদিন বোঝাতে চান, সরকার জনকল্যাণে প্রচুর স্কিম নিয়েছে। সরকারের রাজস্ব আদায় না হলে সেগুলি চলবে কী করে। তাঁর স্পষ্ট নির্দেশ, প্রশাসন একটু শক্ত হলেই, সীমান্তবর্তী জেলা থেকে টাকা আসবে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এদিনও বলেন, কোনও অপ্রয়োজনীয় খরচ করা চলবে না।তিনি আরও বলেন, নতুন প্রকল্প এখন কিচ্ছু হবে না। যেগুলো আধখ্যাঁচড়া হয়ে রয়েছে সেগুলো আগে সম্পূর্ণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here