দেশের সময় ,দার্জিলিং: ৭দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে চা বাগানে মমতা। মাকাইবাড়ি চা বাগানে গিয়ে চা তুললেন মুখ্যমন্ত্রী। দেখুন ভিডিও

সাধারণত পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী যা করেন সেই রুটিনে কোনও ছেদ পড়ল না। এদিন সকালে পাঙ্খাবাড়ি রোডে হেঁটেছেন মমতা। এরপর সোজা চলে যান মকাইবাড়ি চা বাগানে। 

বাগানে পৌঁছেই পাহাড়ি পোশাক পরে নেন মুখ্যমন্ত্রী। তারপর পিঠে টুকরি নিয়ে বাগান শ্রমিকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চা পাতা তুলতে শুরু করেন। প্রথমে অনভ্যস্ত হাতে, পড়ে শ্রমিকদের শিখিয়ে দেওয়া কায়দায় রপ্ত করে তুলতে থাকেন দুটি পাতা একটি কুঁড়ি। দ্রুত ভরে উঠতে থাকে তাঁর ঝুড়িও। সহজাত অভ্যেসেই জানতে চান শ্রমিকদের যাপনের গল্প।

জানতে চান কোথায় তাঁদের বাড়ি, কীভাবে সংসার সামলে কাজ করেন তাঁরা। যে সুর গুনগুন করে শ্রমের ভার লাঘব করেন শুনতে চান সেই সুর। চা শ্রমিকরা গেয়ে শোনান চা পাতা তোলার গান। সুরে মুগ্ধ মমতা তাদের সঙ্গে মেতে উঠতেই বেজে ওঠে মাদল। বাগানে তখন রীতিমতো উৎসবের আবহ। পরে মমতা বলেন, “চা পাতা তোলাটা ওদের কাছে শিখলাম। আমি এখন যে কোনও বাগানে গিয়ে চা পাতা তুলতে পারি।” 

মুখ্যমন্ত্রী জেলা সফরে থাকাকালীনই বৃহষ্পতিবার সকালে কার্শিয়াংয়ের কমিউনিটি হলে সম্পন্ন হয় মুখ্যমন্ত্রীর ভাইপোর আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে। পাত্রী কার্শিয়াংয়ের মেয়ে দীক্ষা ছেত্রী। পারিবারিক বিয়েতে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

এদিন সকালেই হয় সিঁদুরদান পর্ব। বিয়ে উপলক্ষে রীতিমতো সেজে উঠেছে কার্শিয়াং পাহাড়। চা বাগানে সকালে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরেই যান নবদম্পতিকে আশীর্বাদ করতে। এদিন তাঁর আর কোনও কর্মসূচি ছিল না। কার্শিয়াংয়ের মন্টিভিট গ্রাউন্ডে  জিটিএ এলাকার জন্য পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here