দেশের সময় : বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। ‘গোমড়া আকাশ’ কি দিনভর বৃষ্টিপাত উপহার দেবে! সেই দিকেই তাকিয়ে তিলোত্তমাবাসী। কিন্তু, নাহ্! ভারী বৃষ্টিপাত আপাতত অধরাই। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস ৷

শুক্রবার থেকে বদলাবে রাজ্যের আবহাওয়া? বর্ষার শেষবেলায় কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছিল নিম্নচাপ। কিন্তু, সেই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গ বা বাংলার উপর। ওডিশা এবং সংলগ্ন জেলাগুলিতে হতে পারে বৃষ্টি। শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আরও কমতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতাও তার ব্যতিক্রম নয়। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনভর।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ।


দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রপাতের সম্ভাবনা বাড়বে ৷

উপকূলবর্তী জেলাগুলি যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে রয়েছে অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও এদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া ও পুরুলিয়ায়।

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ দক্ষিণ ওডিশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। তা কিছুটা পশ্চিম দিকে সরতে চলেছে। এছাড়াও নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই নিম্নচাপ অক্ষরেখাটি ওডিশা এবং ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে।

বৃহস্পতিবার থেকে উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷
এর মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে না।

একাধিক রাজ্যে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে রয়েছে ওডিশা, ছত্তিশগড়, বিদর্ভ, তেলেঙ্গানাতে চলবে বৃষ্টিপাত। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here