দেশের সময়, কলকাতা: হাতে পড়ে আর মাত্র কয়েকটা দিন। তারপরই নিজেদের শ্রেষ্ঠ  উৎসব মেতে উঠবেন বাঙালিরা। আর পুজো মানেই তো অনেক পরিকল্পনা, অনেক গোছগাছ, প্ল্যানিং। একদিকে যেমন আছে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া তেমনি আছে কোথায় কি থিম হতে চলেছে তার খোঁজ নেওয়া। তাই পুজোর সময় ‘দেশের সময় ‘ কলকাতার ১০০ টি পুঁজর থিম-এর তালিকা নিয়ে চলে এসেছে

প্রতিবারের মত এবারেও থিমে চমক দিতে প্রস্তুত ভবানীপুর ৭৫ পল্লী’র দুর্গা পূজা। গত বছর এই পূজার থিম ছিল ‘মানবিক’। গত বছর বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার পায় সেরা কোভিড সচেতনতার জন্য (স্বাস্থ্যবিধি)।

ভবানীপুর ৭৫ পল্লী’র মন্ডপ প্রস্তুতি

দেবেন্দ্র ঘোষ রোডের এই পুজো দক্ষিণ কলকাতার নামী পুজোগুলোর মধ্যে অন্যতম। উদ্যোক্তারা জানিয়েছেন তাঁদের এবারের থিম “ঐতিহ্য বেঁচে থাকুক”

মন্ডপের প্রস্তুতি পুরোদমে শুরু হয়েগেছে। ক্লাবের সদস্যরা জানান,, “২৪ জুলাই খুঁটিপুজো করে প্রস্তুতি পর্ব শুরু ৷ এবার থিমের প্রকাশ্য ঘোষণা হল। এবার ক্লাবের ৫৮-তম পুজো। শিল্পী প্রশান্ত পাল। এবারের তাঁদের পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকার মত।”

ক্লাবসূনত্রে জানাগেছে, গত বছর বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কারটি পুরুলিয়ার ছৌ শিল্পীদের বাচ্চাদের এবং পরিবারের সদস্যদের উৎসর্গ করা হয়েছিল। পুরুলিয়ার চারিদা গ্রামে বিশ্ব কন্যা দিবস উপলক্ষ্যে একটি বাণিজ্যিক সংস্থার সহযোগিতায় ২৫০ জন ছৌ শিল্পীর বাচ্চাদের পোশাক এবং চাঁদার একটি অংশ তাদের দেওয়া হয়। এবারেও সমাজমুখী একাধিক ভাবনা রয়েছে তাদের।”

এই ধারা বজায় রেখে এবারও ২০২২ সালে তাদের পুজো একটি নতুন চিন্তাধারা নিয়ে এসেছে ঐতিহ্য বেঁচে থাকুক ঐতিহ্য বাঁচুক যা এবারের পূজার থিমের মাধ্যমে প্রদর্শন করা হবে। ৯৮ বছর বয়সী শিল্পী প্রশান্ত পালের সুযোগ্য নেতৃত্বে গড়ে উঠবে এই থিম ৷ প্রাচীন কাল থেকেই বাংলার সংস্কৃতি তার বিভিন্ন চিত্রকলা ও শিল্পকলার মাধ্যমে সবসময় অত্যন্ত সমৃদ্ধ ৷ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ এই পট শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন ৷এতে যেমন মিটত আর্থিক চাহিদা তেমন সমৃদ্ধ হতো বাংলার সংস্কৃতি৷ ভবানীপুর ৭৫ পল্লীর পুজো মন্ডপে নিজের কর্মশালা নিয়ে উপস্থিত থাকবেন পট শিল্পী লালন৷ বাংলা মানেই সর্ব ধর্মের পীঠস্থান৷ এই প্রচ্ছন্ন বার্তাই দিচ্ছেন ভবানীপুর ৭৫ পল্লী পুজো কমিটির উদ্যোক্তারা৷

সংবাদ মাধ্যমকে ভবানীপুর ৭৫ পল্লীর আহ্বায়ক সায়ানদেব চ্যাটার্জী বলেন, এটি একটি বড় সম্মান যে ইউনেস্কো বাংলার দুর্গা পুজোকে একটি সংস্কৃতি ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা বিশ্বাস করি পট শিল্পের এই বিলুপ্তপ্রায় শিল্প রূপটি এ বছর আমাদের পূজো উপস্থাপনার মাধ্যমে তার হারানো গৌরব ও খ্যাতি ফিরে পাবে। মেদিনীপুর জেলার পিংলা ও নয়াগ্রামের পট শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা পূজা মন্ডপের পাশে স্টলে তাদের শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রি করবেন ৷ যাতায়াত খাবার এবং থাকার ব্যবস্থা সংক্রান্ত সমস্ত খরচ সম্পূর্ণরূপে পূজা কমিটি বহন করবে। যেভাবে কত বছর ছৌ এবং ঝুমুর শিল্পীদের জন্য করা হয়েছিল ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই শিল্পীদেরকে অন্তত কিছুটা সাহায্য করার জন্য আমার চেষ্টা করব ৷


শারদীয় দুর্গা পূজা ২০২২-এর কলকাতার ক্লাবগুলির দুর্গা পুজোর থিম দেখুন এক নজরে

১. শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
থিম – ভ্যাটিকান শহর
২. গৌরিবেরিয়া সার্বজনীন
থিম – কাকাতুয়া
৩. দমদম পার্ক ভারতচক্র
 থিম – অন্তলীন
৪. বাদামতলা আষাঢ় সংঘ
থিম – জায়গা
৫. আহিরীতোলা যুবকবৃন্দ
থিম – স্বপ্নের বাঁধন
৬. সন্তোষ মিত্র স্কোয়ার
থিম – স্বাধীনতার ৭৫ বছর

৭. গোয়াবাগান শারদোৎসব সম্মিলনী
থিম –  চুমুক
৮. সংগ্রামী
থিম – মূল্যবোধ
৯. মাশিলা গড়মির্জাপুর আলমপুর সার্বজনীন দুর্গোৎসব

১০. সপ্তশিখা ( বেহালা )
থিম – বজরা এলো দেখতে চলো

১১. ৬৬ পল্লী
থিম – নতুন দিশার পথে

১২. তেলেঙ্গাবাগান সার্বজনীন
থিম – গর্ভগৃহের ইতিকথা

১৩. সিংহি পার্ক
থিম – নারায়ণে নারায়ণী

১৪. হাজরা উদয়ন সংঘ
থিম – শতবর্ষে সত্যজিৎ

১৫. সল্টলেক সি এফ ব্লক রেসিডেন্স
থিম – বিবর্তন

১৬. মানিকতলা লালাবাগান নবাঙ্কুর দুর্গা পুজো

থিম – উৎসর্গ

১৭. সুরুচি সংঘ

থিম – পথিবী আবার শান্ত হবে

১৮. উল্টোডাঙ্গা শুড়ির বাগান
থিম – ট্রিবুট (Tribute)

১৯. কলেজ স্কোয়ার

থিম – বৃন্দাবনের প্রেম মন্দির

২০. চোরাবাগান সার্বজনীন 

থিম -অন্তশক্তি

২১. কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রীট ক্লাব

থিম –  শিলাদ্রিজা

২২. কবিরাজ বাগান সার্বজনীন

থিম – KK – tribute

২৩. দমদম পার্ক সার্বজনীন

থিম – শব্দ সুরে সার্বজনীন

২৪. কালীঘাট শ্রী সংঘ

থিম – বেরা

২৫. বেলঘড়িয়া মানস বাগ সার্বজনীন 

থিম – সমান্তরাল

২৬. গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব

থিম – স্ব – অধিন

২৭. বাড়িশা ক্লাব
থিম – সাঁঝবাতি

২৮.বড়িষা প্লেয়ার্স কর্নার

থিম –   সৌরভ গাঙ্গুলীর ৫০তম জন্মদিনে

২৯. হরিদেবপুর আদর্শ সমিতি 

থিম – সিন্ধুতীরে মহেঞ্জোদারো সভ্যতা

৩০. বালিগঞ্জ একুশে পল্লী শুভযাত্রা

থিম – শুভযাত্রা

৩১. ভবানীপুর 75 পল্লী

থিম – ঐতিহ্য বেঁচে থাকুক

৩২. সমাজসেবী সংগ

থিম – সেবিছে ঈশ্বর

৩৩. খিদিরপুর পল্লী শারদীয়া

থিম – তারারা কত আলোকবর্ষ দূরে

৩৫. উল্টোডাঙ্গা কর বাগান সার্বজনীন

থিম – মহালায়া

৩৬. হাজরা পার্ক দুর্গোৎসব

থিম – তাণ্ডব

৩৭. মুদিয়ালি ক্লাব

থিম – প্রতীক্ষা

৩৮. অরবিন্দ সেতু সার্বজনীন

থিম – বহন

৩৯. উল্টোডাঙ্গা বিধান সংঘ

থিম –  মোক্ষ

৪০. আলিপুর সার্বজনীন

থিম – চাবি খুঁজে পেয়েছি

৪১. কাঁকুড়গাছি মিতালী

থিম – বার্তা পৌঁছেবে বিশ্বজনে

৪২. কাশি বোস লেন সার্বজনীন

থিম – মা

৪৪. সন্তোষপুর লেক পল্লী

থিম – যাপন চিত্র

৪৫. চেতলা অগ্রনী 

থিম – এবার ষোল কলা পূর্ণ

৪৫. শিবমন্দির

থিম – বিশ্বাস

৪৬. চালতাবাগান সার্বজনীন

থিম – যাপনের উদযাপন

৪৭. হাতিবাগান নবীন পল্লী

থিম – ফেলনা

৪৮. ঢাকুরিয়া সার্বজনীন

থিম – সংকল্প

৪৯.  কালীঘাট যুবমৈত্রী 

থিম – একটুকরো নিউজিল্যান্ড 

৫০. রাজডাঙ্গা নবোদয় সংঘ

থিম – অশনি সংকেত

৫১. বেহালা আদর্শ পল্লী সার্বজনীন

থিম – তারাদের পুজো

৫২. আহিরিতলা সর্বজনিন

থিম – আকাশবাণী

৫৩. যোধপুর পার্ক 95 পল্লী

থিম – ত্রিকাল

৫৪. হরিদেবপুর বিবেকানন্দ পার্ক

থিম – ভিন্ন দৃষ্টিকোণ

৫৫. বেহালা দেবদারু ফটক

থিম – আগ্রাসন

৫৬. উল্টোডাঙ্গা যুবকবৃন্দ 

থিম – জীবন বীর

৫৭.  টালা প্রত্যয়

থিম – ঋতি ঠে মতিওন

৫৮. ভবানীপুর অবসর সংঘ

থিম – এবার শুধুই গল্প

৫৯.  চারের পল্লী(এপিএ), অশোকনগর, উত্তর চব্বিশ পরগনার

থিম –  মহামানবের সাগরতীরে

৬০.  শাস্ত্রীবাগান স্পোর্টিং ক্লাব দূর্গোৎসব কমিটি।।

থিম ২০২২ – একুরিয়ামের মানুষ

৬১. ক্লাব – বড়বাগান কালচারাল অ্যাসোসিয়েশন
থিম – জীবনতরী

৬২. ইয়ং মেনস স্পোর্টিং অ্যাসোসিয়েশন
থিম – আগমনী 

৬৩. নবপল্লী
থিম – মাটির সাংসার 

৬৪ . শাস্ত্রীবাগান স্পোর্টিং ক্লাব দূর্গোৎসব কমিটি।। (বাগুইহাটি, কোলকাতা-৫৯)
থিম  – একুরিয়ামের মানুষ

৬৫. কালীঘাট কিশোর সংঘ
থিম – শিল্পীত প্রার্থনা

৬৬। হিন্দুস্থান পার্ক
জোনাকি থেকে অগ্নিশিখা

৬৭। নাকতলা উদয়ন সংঘ
মোটা কাপড়

৬৮. ৬৪ পল্লী ক্লাব

দেখবে জ্বলবে

৬৯. নলিন সরকার স্টীট

গর্ভধারিণী

৭০. খিদিরপুর ২৫ পল্লী

থিম – নিরন্তর

৭১. ত্রিকোণ পার্ক

কালি

৭২. খিদিরপুর পল্লী শারদীয়া

ব্ল্যাক হোল

৭৩. হাজরা পার্ক

তাণ্ডব

৭৪. ৭৪ পল্লী

উদযাপন

৭৫.নবপল্লী সার্বজনীন দুর্গোৎসব

ভানুর ভুবন

৭৬. বালিগঞ্জ ২১ পল্লী

শুভযাত্রা

৭৭. জগৎ মুখার্জি পার্ক

থিম – বর্ষামঙ্গল

বিস্তুরিত আসছে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here