দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এক মুখরিত সন্ধে চাক্ষুষ করল গোটা দেশ বিদেশের চলচ্চিত্র প্রেমীরা।

‘বিশ্ব মেলে বিশ্ব সিনেমার দরবারে’, ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল সুর এটাই। সেই সুরেই বাঁধা পড়ল বলিউড, টলিউড আর বাংলাদেশ। সাক্ষী রইল বাংলা।

২৮তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছবিগুলিতুলেছেন- ধ্রুব হালদার।

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ, রানি, সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পন্ডিত অজয় চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, কুমার শানু, চঞ্চল চৌধুরী, মহেশ ভাট, রাজ চক্রবর্তী সহ আরও অনেকেই আলোকিত করলেন ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ।

২৮তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বড় দাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বক্তৃতার শুরুতেই মমতা বলেন, অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত।

তাঁর কথায়, ‘যদিও অফিশিয়ালি নয়। তবু এই আওয়াজ আমরা বাংলা থেকে তুলব। ভারতরত্ন অমিতাভ বচ্চনজি।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অমিতাভজি দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় কাজ করছেন। তিনি মানুষ হিসেবেও খুব বড়। তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত।’

এদিন চলচ্চিত্র উৎসবের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করেন অমিতাভ। সমাজের সঙ্গে সিনেমার সম্পর্ক, সিনেমা কীভাবে সময়ের দলিল হয়ে থেকেছে যুগে যুগে সে ব্যাপারে বিস্তারিত ভাষণ দেন প্রবীণ এই অভিনেতা। তারপরই নিজের বক্তৃতার শুরুতে মমতা বলেন, অমিতাভকে ভারতরত্ন দেওয়া উচিত।

ভারতরত্ন হল দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান। প্রতি বছর রাষ্ট্রপতি সেই সম্মান দেন। শিল্প, সাহিত্য, সমাজ ইত্যাদিতে গৌরবজ্জ্বল ভূমিকার জন্য এই সম্মান দেওয়া হয়। কিন্তু কোনও রাজ্য থেকে এভাবে কাউকে ভারতরত্ন দেওয়ার দাবি তোলা যায় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ এটি রাষ্ট্রীয় সম্মান। যদিও মুখ্যমন্ত্রী এদিন নিজের বক্তৃতার গোড়াতেই বলেছেন, তিনি যা বলছেন তা অফিশিয়ালি। তবে এটা বাংলার আওয়াজ।

এদিন কয়েক সেকেন্ডের বক্তৃতায কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাসির রোল তুলে দিলেন প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন ৷ কারণ তিনি যে কয়েকটি বাক্য বললেন, তা অমিতাভ বচ্চনকে নিয়ে। বললেন, এখনও যে ওর মাথাটা ঠিক আছে, এই অনেক। জয়ার সেই কথা শুনে মঞ্চে বসা গুরুগম্ভীর কণ্ঠস্বরের দীর্ঘকায় বৃদ্ধও স্মিত হাসি হাসেন।

এদিন পোডিয়ামে দাঁড়িয়েই জয়া বলেন, ‘আমি বেশি কিছু বলব না। যা বলার বলবেন (হাতের ইশারায় অমিতাভকে দেখিয়ে দেন)।’ অমিতাভ-জায়ার কথায়, ‘তিন বছর ধরে ভেবে ভেবে সব পেটে আর বুকে ভরে নিয়ে এসেছে।’

২০২০ এবং এবং ২০২১ সালে কোভিডের জন্য চলচ্চিত্র উৎসব হয়নি। চলতি বছরের গোড়ার দিকে ২৭তম চলচ্চিত্র উৎসব হয়েছিল। যদিও সেখানে অমিতাভ ছিলেন না। সেই কথাই এদিন বলেন জয়া।


জয়ার পাশেই বসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সদ্য প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জয়া তাঁর কথা বলতে গিয়ে বলেন, ‘আমি এই সৌরভকে বলছিলাম (পড়ুন অমিতাভের কথা)। আজ হাত ভেঙে গেল, কাল পা ভেঙে গেল। এখনও যে মাথাটা ঠিক আছে এই অনেক।’

অমিতাভের বয়স হয়েছে। এখন তাঁর ৮০ বছর চলছে। অনেকে বলেন, এই বয়সি মানুষদের মানসিকভাবে শরীর খারাপের একটা বাতিক থাকে। কিছু না হলেও তাঁরা ভাবেন কিছু একটা হয়েছে। অমিতাভ সম্পর্কে জয়া বোধহয় এদিন সেটাই বোঝাতে চেয়েছেন।

এরপরেই কলকাতার ভূমিকন্যা বলেন, ‘জামাইয়ের সামনে মেয়ের কদর খুব একটা থাকে না। তাই আমি আমার কথা থামাচ্ছি। যা বলার উনিই বলবেন।’ সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, ‘আপনি যেখানে থাকবেন, আপনার সঙ্গে আমি থাকব।’

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পরিপূর্ণ কানায় কানায়। ঝরঝরে বাংলায় জয়া বচ্চন শোনালেন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ‘বাংলার জামাই’ অমিতাভের প্রস্তুতির কথা। মাননীয়া মুখ্যমন্ত্রীকে শাহরুখ কথা দিয়েছিলেন যে, বাংলায় আসলে বাংলাতেই কথা বলবেন। সেই জন্যে বাংলার মেয়ে, অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের কাছ থেকে বাংলাটা একটু চর্চা করে এসেছেন বাদশাহ, জানালেন নিজেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন রাজ্যপাল, মেয়র সকলেই। ছিলেন মিমি চক্রবর্তী, শ্রাবন্তী, পাওলি দাম, ঋতাভরী চক্রবর্তী, শুভশ্রী, সোহম, দেব, কাঞ্চন মল্লিক ও আরও অনেকে।

মঞ্চে দু’কলি গান গেয়েও শোনালেন কুমার শানু ও অরিজিৎ সিং। অনুরোধ জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সিনেমা দিয়ে আরও বেঁধে বেঁধে থাকার এই আয়োজনের প্রথম দিন স্বয়ংসম্পূর্ণ হল মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here