দেশের সময় ওয়েবডেস্কঃ “বিশ্ববাংলা শারদ সম্মান ২০২২” ঘোষণা হয়েছে ষষ্ঠীর দিনই।

প্রতি বছরই কলকাতা ও জেলার সেরা পুজোগুলিকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেয় রাজ্য। মহাষষ্ঠীর বিকেলে এ বছরের শারদ সম্মানের তালিকা ঘোষণা করা হয়েছে।

কলকাতার ৯৯টি পুজো কমিটিকে বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হয়েছে। এরমধ্যে ৪২টি পুজো সেরার সেরা। সেরা ভাবনায় সম্মানিত ২০টি পুজো। বিশেষ পুরস্কার পেয়েছে ২১টি পুজো। পরিবেশ বান্ধব পুজো বিভাগে মনোনীতের সংখ্যা ১৬।

শনিবার যাদের বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হল তারাই রেড রোডের কার্নিভালে অংশ নেবে। কলকাতার পুজোগুলির জন্য এই বিশেষ শোভাযাত্রা হবে ৮ অক্টোবর, বিকেল সাড়ে ৪টেয়। রাজ্যের বাকি সব জেলায় বিসর্জনের বিশেষ শোভাযাত্রা হবে একদিন আগে, অর্থাৎ ৭ অক্টোবর শুক্রবার। এই প্রথম জেলার পুজোর জন্য

কার্নিভাল হচ্ছে। জেলার পুজোর আবেদন এসেছিল ১২৩৯টি। পুরস্কার পেয়েছে ২৮৯টি।

সেরার সেরা পুজোয় প্রথমেই রয়েছে চেতলা অগ্রণীর নাম। রয়েছে সুরুচি সংঘ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, একডালিয়া এভারগ্রিন, বাগবাজার সর্বজনীন, ত্রিধারা, কলেজ স্কোয়ার, আলিপুর বডিগার্ড লাইন্সের পুজো। সেরা পরিবেশের সম্মান এফডি ব্লকের পুজোকে। ২০১৩ সাল থেকে রাজ্য সরকার ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ শুরু করেছে। এবারও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা, জেলা থেকে আবেদনপত্র চাওয়া হয়েছিল।

শনিবার কলকাতা পুর এলাকার পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভা, বরানগর পুরসভা, বিধাননগর পুরনিগম এলাকার সেরা পুজোগুলির ঘোষণা করা হয়। সেরা ভাবনা, সেরা পরিবেশ বান্ধব, বিশেষ পুরস্কার ও সেরার সেরা এই চার ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা হয়। অন্যদিকে ২২ জেলায় সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা বিভাগে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হয়।

চারটি ক্যাটাগরিতে এই সম্মান তুলে দেওয়া হয়েছে। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর জানিয়েছে যে পুজো কমিটি গুলি এই বিশ্ববাংলা শারদ সম্মানে অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকেই বেছে নেওয়া হয়েছে এই পুজো কমিটি গুলিকে। মূলত সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মন্ডপ ও সেরা সমাজ সচেতনতা এই চারটি ক্যাটাগরিতেই বিভিন্ন জেলার পুজো কমিটি গুলিকে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হয়েছে।

কলকাতার মধ্যে সেরার সেরা হিসেবে চেতলা অগ্রণী, সুরুচি সংঘ,টালা প্রত্যয়, ত্রিধারা, কালীঘাট মিলন সংঘ,শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সমাজসেবী, বাবুবাগান, চক্রবেরিয়া, হিন্দুস্তান ক্লাব,দক্ষিণ কলকাতা সর্বজনীন, একডালিয়া এভারগ্রীন, আহিরিটোলা সার্বজনীন এর মত পুজো কমিটি গুলিকে বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতার মধ্যে সেরা ভাবনা হিসেবে বেহালা উত্তর হালদারপাড়া ক্লাব, বেহালা প্লেয়ারস কর্নার,বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব, উল্টোডাঙ্গা বিধান সংঘ, এর মত পুজো কমিটি গুলিকে বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হয়েছে। সেরা পরিবেশবান্ধবের পুজোর তকমা পেয়েছে সল্টলেক এফ ডি ব্লক।

অন্যদিকে সেরা পরিবেশবান্ধব পুজো হিসেবে কুমারটুলি সার্বজনীন, টালা বারোয়ারি, সন্তোষপুর লেকপল্লীর মতো পুজো কমিটি গুলি কেউ বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হয়েছে। বিশেষ পুরস্কারের মধ্যে ভবানীপুর শীতলা মন্দির, ভবানীপুর মুক্ত দল, কসবা বোসপুকুর তালবাগানের মতো মোট ২১ টি পুজো কমিটিকে দেওয়া হয়েছে এই শারদ সম্মান।ক্লাব গুলোকে দ্রুত সম্মান পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here