জয়দীপ মৈত্র : দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর চিত্তরঞ্জন স্পোর্টিং কালচারাল ক্লাবের দুর্গা পূজা প্রতিবছরই নতুন কোন চমক নিয়ে জেলার দর্শকদের বিশেষভাবে মন জয় করে। এবছর ৪৩ তম বর্ষে চিত্তরঞ্জন স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাবের থিম “জন জাতি চিত্রপট”। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার চিত্রপট এবং পুরনো শিল্প কর্মকে তুলে ধরতেই এই বিশেষ থিমের আয়োজন বলে জানা গেছে।

ক্লাব সূত্রে জানা গেছে সম্পূর্ণ মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ এবং হোগলা পাতা দিয়ে। ইতিমধ্যেই জোর কদমে কাজ চলছে। বিগত দুবছর করোনা আবহ থাকার কারণে দুর্গা পূজার আয়োজনে বাধা সৃষ্টি হয়েছিল। এবার করোনা শিথিল হতেই জাঁকজমকপূর্ণভাবে সেজে উঠতে চলেছে গঙ্গারামপুর চিত্ররঞ্জন ক্লাবের পূজা মন্ডপ।

এই প্রসঙ্গে পূজা কমিটির চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের সহ-সম্পাদক জগন্নাথ ঘোষ বলেন “প্রতি বছরই আমাদের পুজো জেলার মধ্যে বিশেষ স্থান অধিকার করে, এই বছরও তার অন্যথা হবে না আমরা যথেষ্ট আশাবাদী।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here