দেশের সময় , ঠাকুর নগর , উত্তর২৪ পরগনা: লোকসভা নির্বাচনের আগে ফের মাথাচাড়া দিয়ে উঠবে নাগরিকত্ব ইস্যু। বিশেষত, মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যেই নাগরিকত্ব আইন নিয়ে শুরু হবে জলঘোলা। রাজ্যের বিস্তীর্ণ অংশের জনসমর্থনের ভিত দাঁড়িয়ে আছে এই ইস্যুর উপর। এর মাঝেই সিএএ নিয়ে মতুয়া সম্প্রদায়কে আশ্বাস দিয়ে গেলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি।

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বড় ঘোষণা। আগামী বছরের মার্চ মাসের মধ্যে নাগরিকত্ব আইনের চূড়ান্ত খসড়া তৈরি হয়ে যাবে, এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। তিনি জানান, আগামী বছরের ৩০ মার্চের মধ্যে খসড়া তৈরি করা হবে।

উত্তর প্রদেশের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অজয় মিশ্র টেনি উত্তর ২৪ পরগণার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রাস উৎসবে এসে মতুয়াদের নাগরিকত্ব আশ্বাস দিলেন ৷

মন্ত্রী অজয় মিশ্র প্রথমে ঠাকুরবাড়িতে এসে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন। এরপর তিনি চলে যান নাট মন্দিরে যেখানে এই রাস অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতুয়াদের প্রতিনিধি তথা আরেক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও ৷ সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অজয় মিশ্র টেনি বলেন মতুয়াদের নাগরিকত্ব জন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ লোকসভাতে কথা বলেছিলেন। শান্তনু ঠাকুরও চেষ্টা করছেন। টেনি আরও বলেন, “বিগত কয়েক বছরে সিএএ নিয়ে কাজ চলছে…কিছু সমস্যা হয়েছিল, তার সমাধান করা হচ্ছে। মতুয়াদের থেকে কেউ নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না। তাদের নাগরিকত্ব সুরক্ষিত থাকবে। আগামী বছর মার্চ মাসের মধ্যে সিএএ-র চূড়ান্ত খসড়া তৈরি হয়ে যাবে। তারপরই আইন আসবে বলে আশা করা হচ্ছে। ”

সাংবাদিক সম্মেলন করে অজয় মিশ্র টেনি জানান, যাঁরা ২০১৪ সালের আগে এদেশে এসেছিলেন তাঁরা সকলেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যাঁদের কাছে কোনও নথিপত্র নেই, তাঁরাও আবেদন করতে পারবেন । ততদিন পর্যন্ত শান্তনু ঠাকুরের সই করা মতুয়াদের দেওয়া যে কার্ড সেই কার্ড দিয়েই তাঁরা কাজ চালাতে পারবেন।

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, যতক্ষণ না পর্যন্ত নাগরিকত্ব হচ্ছে, এই কার্ড বৈধ কারণ অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মতুয়াদের হেনস্থা হতে হচ্ছে । এই কার্ড থাকলে তাঁদেরকে বিভ্রান্ত হতে হবে না। তাঁদের একটা পরিচিতি থাকবে। তিনি এও বলেন সিএএ কার্যকর হওয়া নিয়ে বাধা দিচ্ছে রাজ্য সরকার। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মতুয়াদের সহযোগিতা করার জায়গায় বঞ্চিত করছে।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবির প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, “রাজ্য বিজেপি শুধু ভোটের সময় মতুয়াদের মনে রাখে। সিএএ-র কথা তখনই শুধু মনে পড়ে। বিজেপি কখনওই বাংলায় সিএএ হবে না।”

তিনি আরও বলেন, “বিজেপির মিথ্যা দাবি মতুয়া ও অন্যান্যদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। আগামী বছরের নির্বাচনে বিজেপি সব জায়গা থেকে ধুয়ে মুছে যাবে। তৃণমূল মতুয়াদের নাগরিকত্ব নিয়ে লড়েছে, তাদের নাগরিকত্ব নিশ্চিত করেছে। আমরা সারা বছর ধরে কাজ করি। আমরা বিজেপির মতো নই যারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here