দেশের সময়, কলকাতা : একদিকে যখন অমিত শাহের সভার প্রস্তুতি চলছে গেরুয়া শিবিরে, তার মধ্যেই নয়া পদক্ষেপ ঘাসফুল শিবিরের। ৩০ নভেম্বরের ডেডলাইন শেষ হওয়ার আগেই জব কার্ড হোল্ডারদের বাড়ি বাড়ি পৌঁছে গেল অভিষেকের চিঠি। নিজের বেতনের টাকা থেকে আর্থিক সাহায্যও করলেন তিনি।

কেন্দ্র টাকা আটকে রাখলে নিজেদের পকেট থেকে টাকা দিয়ে সাহায্য করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। ৩০ নভেম্বরের মধ্য়ে সেই টাকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। তার আগেই পৌঁছে গেল আর্থিক সাহায্য। তৃণমূলের তরফে জানানো হয়েছে, আগামিদিনে কোন পথে আন্দোলন এগোবে, তা উল্লেখ করেই চিঠি দিয়েছেন অভিষেক।

১০০ দিনের কাজে বাংলার শ্রমিকদের ন্যায্য পাওনা দিচ্ছে না কেন্দ্র, এই অভিযোগকে সামনে রেখে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী এই দাবি নিয়ে দিল্লিতে ও কলকাতায় রাজভবনের সামনে ধর্নাও দিয়েছেন তিনি। রাজভবনের সামনে ধর্না মঞ্চ থেকেই অভিষেক বলেছিলেন, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার তাঁদের জন্য বন্দোবস্ত করবে। সোমবার সেই উদ্যোগই শুরু করল বাংলার শাসক দল। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের বাড়িতে আর্থিক সাহায্য পৌঁছল! সেই সহায়তার কথা জানিয়ে অভিষেকের চিঠি গেল বঞ্চিতদের বাড়িতে।

১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ কেন্দ্রীয় একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদী সরকার, এমন অভিযোগ বারবার শোনা গেছে তৃণমূলের নেতামন্ত্রীদের গলায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় এই অভিযোগে সুর চড়িয়েছেন। বাংলার বঞ্চিতদের নিয়ে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক।

পাওনা টাকা আদায়ের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর দেখা না পেয়ে সেখানেই ধর্নায় বসেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তারপর কলকাতায় ফিরে রাজভবনের সামনে টানা কয়েকদিন ধর্না দেন তিনি। দাবি ছিল, রাজ্যের বঞ্চিতদের হয়ে মোদী সরকারের সঙ্গে যেন কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের আশ্বাস পাওয়ার পর ধর্না তুলে নিলেও কেন্দ্র সরকার যদি বঞ্চিতদের টাকা না মেটায় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক।

ধর্নামঞ্চ থেকে একশ দিনের কাজে ‘বঞ্চিতদের’ উদ্দেশে অভিষেক বলেছিলেন, ‘ভাববেন না কেন্দ্র টাকা না দিলে, আপনারা টাকা পাবেন না। আপনাদের টাকার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করবে। আমি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি।’ এবার সেই টাকাই রাজ্যের বঞ্চিতদের ঘরে পৌঁছে দেওয়ার কাজ শুরু করলেন অভিষেক।

চলতি সপ্তাহেই কলকাতায় সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সূত্রের খবর, সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব হতে পারে বিজেপি। ঠিক তার আগেই অভিষেক রাজ্যের তিন হাজার শ্রমিকের বাড়িতে আর্থিক সাহায্য পাঠালেন। সেইসঙ্গে একটি করে চিঠিও দিয়েছেন তিনি।

সেই চিঠিতে অভিষেক স্পষ্ট করেছেন, কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে যেসব শ্রমিক তাঁর ডাকে সাড়া দিয়ে দিল্লি গিয়েছিলেন, ধর্নায় বসেছিলেন তাঁদেরকে আর্থিক সাহায্য পাঠানো হয়েছে। তবে তিনি এও বলেন বকেয়া টাকা আদায়ের লড়াই এখানেই থেমে থাকবে না। এই আন্দোলন চালিয়ে যাবে তৃণমূল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here