দেশের সময় ,বনগাঁ: দে ইন্টারন্যাশনাল রবিবার আয়োজন করেছিল এক অভিনব পিকনিকের। যেখানে সামিল ছিলেন প্রায় ১০০ জন ইন্টেরিয়র ডিজাইনার সহ প্লাইব্যবসায়ী ৷ খাওয়া দাওয়ার পাশাপাশি ছিল তাদের জন্য বিশেষ উপহারের ব্যাবস্থা। এই অভিনব ভাবনার উদ্যোক্তা ছিলেন দে ইন্টারন্যাশনাল – এর কর্ণধার প্রদীপ দে।

যারা তথাকথিত সমাজে সে ভাবে মান্যতা পান না, যাদের প্রায় প্রতিটি দিন ছেনি, হাতুড়ি, করাত হাতেই দিন গুজরান হয়, তাঁদের প্রায় ৭৫ জন কে এদিন একজায়গায় সামিল করেছে দে ইন্টারন্যাশনাল । এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীণপ্লাই – এর ব্রাঞ্চ ম্যানেজার সৌমেন সাহা, এশিয়ান পেইন্ট’স এ্যাডিসীভ – এর আনারুল মিদ্দা, মোঃ সাহির , শুভঙ্কর গিরী, সৌভিক ভক্ত (সেলস এক্সিকিউটিভ) গ্রীণল্যাম ল্যামিনেট-এর প্রতিনিধি সঞ্জীব ব্যানার্জী সহ ট্রেন্ডএর কর্ণধার বিশাল মন্ত্রী, কুমোদ মিশ্র, সুব্রত রায় ( ইষ্টার্ন রিজিওনাল ম্যানেজার) এর মতো বিভিন্ন কোম্পানির বিশিষ্ট প্রতিনিধিরা৷

সংস্থার লাভ ক্ষতির অঙ্ক না কোষে শুধু মাত্র কাজের পরিবেশ কে অক্সিজেন দিতে সেই সব ব্যবসায়ীদেরকে উৎসাহিত ও উদ্যোগী করতে, রবিবার বনগাঁয় আয়োজন করা হয় এই অভিনব পিকনিক ও উপহার বিতরণ আনুষ্ঠান। স্বভাবতই সেখানে উপস্থিত ব্যবসায়ী সহ শ্রমিক ভাইরা ভীষণ খুশি। তাদের সেই স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদোক্তারাও খুব খুশি।

প্রদীপবাবুর কথায় দেশে করোনাকালে বহু শ্রমিক কাজ হারিয়েছেন তাঁদের জন্য কাজের জায়গা তৈরী করে ফের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে এবং তাঁরা আগামী দিনে এই রকম আয়োজন আরও বেশি মানুষদেরকে নিয়ে করতে চান ও কাজের পরিবেশ কে উজ্জীবিত করতে চান ।শুধু ইন্টেরিয়র ডিজাইনার এবং ডিলারা বা কাঠমিস্ত্রি নয় ৷ কাঠ, বা প্লাই অন্যান্য শ্রমিক ভাইদের অনাবিল আনন্দ দেওয়াই তাঁদের উদ্দেশ্য। এ ছাড়ও এদিন ইউনিভার্সাল ব্লান্ডের আন্তর্জাতিক মান সম্পন্ন ল্যামিনেট প্রডাক্ট উদ্বোধন হয় ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here