দেশের সময় ওয়েবডেস্কঃ জলে বা স্থল নয় এবার ট্রেনেও তেনাদের ঘোরাফেরা। বর্ষায় সাপ নিয়ে জেরবার গ্রাম বাংলা । এবার চলন্ত ট্রেনের কামরাতেও দেখা মিলল। সাপ উপস্থিতি টের পেতেই যাত্রীদের মধ্যে ছড়ায় ব্যাপক আতঙ্ক। ভিড়ে ঠাসা বনগাঁ লোকালে একেবারে ত্রাহি ত্রাহি রব। বসার নয়, সাপের আতঙ্কে সিটে উপর একফালি দাঁড়ানোর জায়গা পেতে শুরু হয় ব্যাপক ঠেলাঠেলি।

সোশ্যাল পোস্টের সৌজন্যে জানা গিয়েছে, বৃহস্পতিবার বনগাঁ লোকালের কামরায় ঘটেছে এমনই ঘটনা।গতকালের সন্ধ্যাবেলা ৬টা ২৪ মিনিটে শিয়ালদা থেকে বনগাঁগামী লোকালে এমনই ঘটনা ঘটে। কলকাতা জর্জ কলেজ পড়ুয়া দোলন বিশ্বাস বলেন , একই রকম ঘটনা ঘটে ছিল ২০১৬ সালে শিয়ালদা – বনগাঁ বিকাল ৫:৩০ মিঃ মাতৃভূমি লোকালেও ৷ সে দিন সাপের আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিল এক মহিলা যাত্রী৷

এদিনও সন্ধেবেলার ভিড়ে ঠাসা বনগাঁ লোকালে সাপের উপস্থিতি টের পেতেই কামরা জুড়ে হূলস্থুল পড়ে যায়। সোশ্যাল পোস্টে এক নিত্যযাত্রী জানান, সাপের আতঙ্কে আর্ত চিৎকার জুড়ে দেন কয়েকজন মহিলা যাত্রী। তড়িঘড়ি কামরার মেঝে ছেড়ে আসনের উপর উঠে দাঁড়ানোর জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। লোকাল ট্রেনের সাড়ে তিন জনের বসার এক একটি সিটে তখন জনা দশেক মহিলার ভিড়। সকলের তীক্ষ্ম নজর তখন কামরার মেঝেয়। পাছে সাপ সিট বেয়ে সেখানেও উঠে পড়ে ছোবল দেয়।

এমন আতঙ্কের সফর চলে প্রায় আধঘণ্টা সময়। এক স্টেশন থেকে আরেক স্টেশনে মহিলা যাত্রীরা প্রায় প্রাণ হাতে নিয়ে সফর করেন বলে সোশ্যাল পোস্টে জানা গিয়েছে। ওই নিত্য যাত্রী সোশ্যাল মিডিয়ায় জানান, ‘সন্ধেবেলায় ভিড় ঠাসা মহিলা কামরা শেষে আচমকা আর্ত চিৎকার শুনে সকলে সজাগ হয়ে ওঠে।

হঠাৎ দেখা যায় হুড়মুড় করে সব মহিলারা ট্রেনের আসনের উপর উঠে দাঁড়াতে শুরু করেন। তাদের দেখাদেখি কী হয়েছে জানার আগেই বাকিরাও হুড়োহুড়ি করে সিটের উপর দাঁড়ায়। তারপর জানা যায় ট্রেন কম্পার্টমেন্টে সাপ রয়েছে। সাপটি একটি মেয়ের পায়ে পেঁচিয়ে উঠতে গেলে, মেয়েটি আতঙ্কে পা ঝাড়া দেয়। সাপটি তখন গিয়ে পড়ে অন্য একজন মহিলা যাত্রীর পায়ের উপর। এরপর সাপ আতঙ্কে কামরায় শুরু হয় তুলকালাম।’

এখানেই শেষ নয়, ওই যাত্রী জানিয়েছেন, ট্রেন দমদমে ঢোকার পর তৎক্ষণাৎ জিআরপিকে জানানো হয়। তারা এসে সাপটিকে খুঁজে নামিয়ে নিয়ে যান। মহিলার দাবি, ‘সাপের ট্রেন সফরে সকলের আত্মরাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল।’

চলন্ত লোকাল ট্রেনের কামরায় কীভাবে সাপ এল কীভাবে নিয়ে কৌতুহলী হয়ে ওঠে যাত্রীরা। সোশ্যাল পোস্টে যাত্রী জানিয়েছেন, যাত্রীদের মধ্যে কয়েকজন জানান, একজন মহিলা শিয়ালদহ স্টেশন থেকে ব্যাগে অথবা ঝুড়িতে সাপ নিয়ে উঠেছিলেন। বিধাননগর নামার আগে একটি সাপ তাঁর ঝুড়ি থেকে বেরিয়ে পড়ে অথবা সে ট্রেনের মধ্যে ছুড়ে নেমে পড়ে। এরপরই সাপটি যাত্রীর পায়ে জড়াতে যায়। সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। যাত্রীদের মুখে এই পুরো বিষয়টি শুনেছেন বলে দাবি করেন ওই নিত্যযাত্রী।

বিষয়টি নিয়ে জানতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে এক আধিকারিক জানান, ‘বৃহস্পতিবার সন্ধেয় শিয়ালদা থেকে বনগাঁগামী কোনও লোকালে সাপ থাকার কোনও অভিযোগ দায়ের হয়নি।’ কিন্তু বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দেন তিনি ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here