দেশের সময়: মার্কিন মুলুকে উড়ল তেরঙ্গা। ভারতবর্ষ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ক্যালিফোর্নিয়ায় পালিত হল আজাদি কা অমৃত মহোৎসব। আর সেই বিশেষ অনুষ্ঠানে অন্তত দশ হাজার দর্শকের সামনে ভারতের জাতীয় সঙ্গীত গাইলেন বনগাঁর গর্ব বিশাখজ্যোতি।
ফেডারেশন অফ ইন্ডিয়ান আমেরিকান এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশাত্মবোধে উদ্বেল হয়ে উঠলেন প্রবাসী ভারতীয়রা। একইসঙ্গে গাওয়া হল আমেরিকার জাতীয় সঙ্গীতও। লস এঞ্জেলেসের লা পালমা পার্কে আয়োজিত চার ঘণ্টার ওই বর্ণাঢ্য অনুষ্ঠান শেষেও রয়ে গিয়েছে তার রেশ। হোক না বিদেশ বিভুঁই, দেশের স্বাধীনতা প্রাপ্তির দিনটি পালনে এতটুকু খামতি রাখতে চাননি প্রবাসী ভারতীয়রা।
সীমান্তের গ্রাম থেকে উঠে আসা জাতীয় পুরষ্কারপ্রাপ্ত বিশাখের দরদি কণ্ঠে জাতীয় সঙ্গীত শুনে মাতৃভূমিতে থাকতে না পারার আক্ষেপ ঘুচিয়েছেন প্রবাসীরা। ক্যালিফোর্নিয়ার মেয়র থেকে জো বাইডেনের প্রশাসনের কর্তারাও হাজির ছিলেন এই অনুষ্ঠানে। ভারতবর্ষ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মেলবন্ধন দুদেশের সম্পর্ককে আরও মজবুত করে তুলল, নিঃসন্দেহে তা বলাই যায়। আর সেই সেতুবন্ধনের অন্যতম কারিগর হয়ে কার্যত ইতিহাস গড়লেন বনগাঁর ছেলে আমাদের সবার প্রিয় বিশাখ।