দেশের সময়: দেশ ও দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব যাঁদের কাঁধে, সেই বিএসএফ জওয়ানদের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ উঠল।

এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে পাহারারত বিএসএফ-এর ২ জওয়ানের বিরুদ্ধে। শুধু অভিযোগ ওঠা নয়, অভিযুতক্ত ২ জওয়ানকে গ্রেফতারও করেছে বাগদা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই জওয়ানের নাম, এস.পি চেরো ও আলতাব হোসেন। বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত এস.পি চেরো আবার এ এস আই পদে রয়েছেন। এই দুই জওয়ান মিলে বাগদা সীমান্তের জিতপুর এলাকায় চাষ জমিতে বসিরহাটের এক যুবতীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। নির্যাতিতার অভিযোগ, উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের জিতপুর বিওপির কাছে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন দুই জওয়ান।

বসিরহাটের ওই যুবতী পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে তিনি বাগদা সীমান্তের জিতপুর বিওপর পাসে চাষ জমিতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই সীমান্তে পাহারারত বিএস-এর ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের এএসআই এস.পি চেরো এবং জওয়ান আলতাব হোসেন মিলে ওই যুবতীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। এরপর এদিন নির্যাতিতা বাগদা থানায় এসে ওই দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই দুই জওয়ানকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here