দেশের সময় ওয়েবডেস্কঃ সম্প্রতি বিশ্বভারতীর একটি মহল থেকে দাবি করা হয়, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির জমির একাংশ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। এই বিতর্কে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন অমর্ত্য সেনকে। ইংরেজিতে লেখা চিঠির শুরুতে মুখ্যমন্ত্রী লিখেছেন, মাননীয় অমর্ত্যদা, শান্তিনিকেতনে আপনার পারিবারিক জমি নিয়ে বিতর্কের কথা সংবাদমাধ্যমে জানতে পারলাম। এতে আমি একইসঙ্গে আশ্চর্য ও উদ্বিগ্ন হয়েছি।


এরপরে শান্তিনিকেতনের সঙ্গে অমর্ত্য সেনদের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করেছেন মমতা। তিনি লিখেছে, আমরা সকলেই জানি, আপনার দাদু ক্ষিতিমোহন সেন শান্তিনিকেতনের আদি বাসিন্দাদের অন্যতম। আপনার বাবা, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রশাসক আশুতোষ সেন আট দশক আগে প্রতীচির বাড়িটি তৈরি করেন। আপনাদের পরিবার শান্তিনিকেতনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত।

শুক্রবার সরাসরি অর্মত্য সেনকেই এই চিঠি লিখলেন তিনি। চিঠিতে নিজেকে অর্মত্য সেনের ছোট বোন হিসাবে উল্লেখ করে মমতা লিখেছেন, ‘‌শান্তিনিকেতনের সঙ্গে আপনার পৈতৃক যোগাযোগ নিয়ে সংবাদমাধ্যমের সাম্প্রতিক কিছু খবরে আমি হতবাক।’‌ শান্তিকেতনে অমর্ত্য সেনদের পারিবারিক ইতিহাস চিঠিতে স্পষ্ট করেছেন মমতা। অর্মত্য সেনের মায়ের বাবা ক্ষিতিমোহন সেন শান্তিনিকেতনের প্রথম অধিবাসীদের মধ্যে অন্যতম। প্রতীচী নামের বাড়িটি গত আট দশক আগে তৈরি করেছিলেন অর্মত্য সেনের বাবা তথা বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রশাসক আশুতোষ সেন।

নাম না করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অমর্ত্য সেনকে লেখা চিঠিতে মমতার কটাক্ষ, ‘আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে বিশ্ব‌ভারতীর কিছু নব্য হানাদার অবাক করা এবং ভিত্তিহীন অভিযোগ করছে। এতে আমি ব্যথিত, এই লড়াইয়ে আপনার পাশে আছি, লড়াইটা অসহিষ্ণুতা এবং অসত্যের বিরুদ্ধে লড়ার জন্য আপনাকে তাদের শত্রু তৈরি করেছে।’‌ এই অভিযোগের বিরুদ্ধে তাঁরা জিতবেনই বলে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।   

চিঠির শেষ অনুচ্ছেদে মমতা অর্থনীতিবিদের উদ্দেশে লিখেছেন, আমাকে আপনার বোন ও বন্ধু বলে মনে করবেন। অসহিষ্ণুতা ও সর্বগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আপনার ন্যায্য লড়াইয়ে সমর্থন জানাই। অসত্য অভিযোগ, অন্যায় আক্রমণে আমরা সাহস হারাব না। জয় আমাদেরই হবে।
এর আগে বৃহস্পতিবার অমর্ত্য সেনের বাড়ি নিয়ে ওঠা অভিযোগ সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া জানান মমতা। তিনি বলেন, “এবার বাংলার মনীষীদের আঘাত করা শুরু হয়েছে। তা সহ্য করব না।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, অমর্ত্য সেন নীতিগতভাবে বিজেপির বিরুদ্ধে বলেই তাঁকে নিশানা করা হচ্ছে। তাঁর কথায়, “আপনারা কি বিশ্বাস করেন, অমর্ত্য সেনের এমন কোনও দিন আসবে যে, তাঁকে শান্তিনিকেতনে জমি দখল করতে হবে? তাঁর বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে যাবে, বাংলার মানুষ এটা সহ্য করবে না। আমি বাংলার হয়ে ক্ষমা চাইছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here