দেশেরসময় ওয়েবডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ-কলকাতা ১১৭ নম্বর জাতীয় সড়কে ধস। ভোর ৬টা নাগাদ জোরায় আসে। তার জেরেই প্রায় ১০০ মিটার জুড়ে ধস। ধসের কারণে সকাল থেকে কলকাতার সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ কাকদ্বীপের। ঘুরপথে চলছে যান চলাচল। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজট তৈরি হয়েছে ১১৭ নম্বর জাতীয় সড়ক জুড়ে
কাকদ্বীপ-কলকাতা যাওয়ার ১১৭ নম্বর জাতীয় সড়ক এর পাশ হুগলি নদীর পাড়ে বেশ কয়েকমাস ধরেই চলছিল সৌন্দর্যায়নের কাজ।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কাজ চলছে। যদিও ঘটনার সময় কাজ বন্ধ ছিল বলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।। এদিন জোয়ারে সেই কাজের বেশির ভাগ অংশই নদীতে তলিয়ে গেছে।


এই ধসের জেরে কলকাতা-কাকদ্বীপের মধ্যে যোগাযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ। ঘটনাস্থলে ইতোমধ্যে পৌঁছেছেন জেলা শাসক ও ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। যদিও এই রাস্তা মেরামতি করে ফের চালু করতে কতটা সময় লাগবে সেই বিষয়ে এখনই কিছুই বলা যাচ্ছে না বলেই স্থানী প্রশাসনের দাবি। অন্যদিকে পরিহবণ পরিষেবা ঘুর পথে চালু রাখতে বিকল্প পথে যান চলাচলের সন্ধান চলছে। তবে এই ঘটনায় যে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে তা সরাতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে বলেই জানানো হয়েছে পুলিশের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here