দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের গোপন তথ্য চিনে পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন দিল্লির সাংবাদিক রাজীব শর্মা। গত ১৪ সেপ্টেম্বর সোমবার তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন সীমান্তে সতর্কতা স্বরূপ নিরাপত্তাবাহিনী কী কী করছে এর যাবতীয় খুঁটিনাটি চিনের ইন্টেলিজেন্স ব্যুরোকে পাচার করতেন এই ফ্রিল্যান্স সাংবাদিক। বদলে মোটা টাকা পেতেন দিল্লির পীতমপুরার এই বাসিন্দা।

গতকাল সকালে এই ঘটনায় জড়িত সন্দেহে এক চিনা মহিলা ও তার এক নেপালি সঙ্গীকেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, এরাই টাকা পৌঁছে দিত রাজীবের হাতে। দেড় বছরে তাঁকে মোট ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এক একটি তথ্যের জন্য এক হাজার মার্কিন ডলার পেতেন দিল্লির এই সাংবাদিক। ২০১৬ সালে তাঁর সঙ্গে চিনের তরফে যোগাযোগ করা হয় বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের তদন্তকারী আধিকারিকরা।

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট (ওএসএ)-এর আওতায় সাংবাদিক রাজীব শর্মাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত চিনা মহিলা এবং তার নেপালি সঙ্গীর বিরুদ্ধেও একই ধারায় মামলা রুজু হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর, সোমবার গ্রেফতারের পরের দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার দিল্লির একটি আদালতে পেশ করা হয় রাজীব শর্মাকে। তাঁকে ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। যদিও ইতিমধ্যেই জামিনের আবেদন করেছেন দিল্লির এই সাংবাদিক। আগামী ২২ তারিখ সেই শুনানি রয়েছে আদালতে।

গতকাল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের ডেপুটি কমিশনার সঞ্জীব কুমার যাদব জানিয়েছিলেন যে চিনের ইন্টেলিজেন্স সংস্থা মূলত গ্রেফতার হওয়া চিনা মহিলা এবং তাঁর নেপালি সঙ্গীকে কাজে লাগিয়েছিল। তারা যোগাযোগ করে রাজীবের সঙ্গে। ওই দু’জনের মাধ্যমেই টাকাপয়সার লেনদেনের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ এবং গোপন নথি চিনে পাচার করতেন দিল্লির সাংবাদিক। এই তিন অভিযুক্তের থেকে অসংখ্য মোবাইল ফোন, ল্যাপটপ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here