দেশের সময় ওয়েবডেস্কঃ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন পাণিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। গতকাল সোমবার তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে।

কয়েকদিন আগে নির্মলবাবুর ছোট ছেলে তীর্থঙ্কর ঘোষের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তারপর পরিবারের সকলের নমুনা পরীক্ষা হয়। বাকিদের রিপোর্ট নেগেটিভ এলেও নির্মলবাবুর পজিটিভ ধরা পড়েছে।

শাসকদলে করোনা সংক্রমণ এই প্রথম নয়। প্রায় মাস খানেক আগে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক তথা সর্বভারতীয় তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের শরীরে কোভিড ধরা পড়েছিল। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মাঝে তাঁর শারীরিক অবস্থার অবনতিও হয়। করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁর মেয়েও। যদিও তিনি সুস্থ হয়ে উঠেছেন।

তারপর কোভিড সংক্রমিত হন রাজ্যের দমকলমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসুও। তাঁর বাড়ির এক পরিচারিকার শরীরে কোভিড সংক্রমণ মেলে। প্রথমে সুজিত হোম আইসোলেশনে থাকলেও পরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। গত সপ্তাহেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

পাণিহাটির বিধায়কের সংস্পর্শে আসার কারণে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তা ছাড়া ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তেরও কোভিড টেস্ট হয়েছিল। তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে।

অন্যদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্রের বাড়ির এক পরিচারিকা কোভিডে আক্রান্ত হওয়ার পর তাঁর গোটা পরিবার কোয়ারেন্টাইনে রয়েছেন। যদিও মদনবাবু বা তাঁর পরিবারের কারও শরীরে এখনও কোনও উপসর্গ নেই বলে জানা গিয়েছে। তবে প্রত্যেকেরই নমুনা পরীক্ষা করানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here