দেশের সময়,বনগাঁ: বনগ্রাম পাবলিক লাইব্রেরী অ্যান্ড টাউন হলের উদ্যোগে ‘চির উন্নত মম শির ‘ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহঃস্পতিবার সন্ধ্যায়৷

কবি নজরুল ইসলামের কবিতা গান ও নৃত্যের মাধ্যমে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। আলোচনা করেন সাহিত্যিক ভবানী ঘটক ও শিক্ষক অবনি ভূষণ কাঞ্জিলাল। অনুষ্ঠানে রত্না ব্যানার্জি, রবীন্দ্রনাথ বিশ্বাস ও পুষ্পিতা শীল সঙ্গীত পরিবেশন করেন।

কবিতা আবৃত্তি ও পাঠে অংশ নেন সমীর চক্রবর্তী, সুজাতা চট্টোপাধ্যায় ও প্রিয়ব্রত দত্ত। নৃত্যানুষ্ঠান পরিবেশন করে জ্যোতিশ্মরম এর কলাকুশলীরা। গ্রন্থাগারের সম্পাদক মানবেন্দ্র মোহন ব্যানার্জি ও সভাপতি স্বপন মুখার্জী সকলকে স্বাগত জানান।

শম্পা দে-র সঞ্চালনায় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর কবি সাহিত্যিক ও বিশিষ্টজনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here