দেশের সময় ওয়েবডেস্ক:নেতাজি ইন্ডোরে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বর্ণযুগের শিল্পীদের স্মরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল ক্ষমতায় আসার আগে বাংলা ছবির জগৎ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তাঁর সরকারই বাংলা ছবির পুনরুজ্জীবন ঘটায়। আগামী বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫ বছর। রজত জয়ন্তীতে কলকাতা চলচ্চিত্র উৎসবকে কান চলচ্চিত্র উৎসবের পর্যায়ে নিয়ে যেতে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের কাছ থেকে পরামর্শ চাইলেন মমতা। প্রসেনজিৎ চ্যাটার্জিকে আবেদন করলেন এখন থেকেই আগামী বছরের দায়িত্ব নিতে। বাংলা ছবির কলাকুশলী, অভিনেতা, অভিনেত্রীরা যদি কিছুটা সুযোগ পান তাহলে তাঁরা হলিউডকেও হার মানাবেন। কারণ একতাই শক্তি। বললেন মুখ্যমন্ত্রী। মমতা আরও বলেন, আগে নন্দনে চলচ্চিত্র উৎসব হত। কিন্তু খুব কম মানুষ দেখতে পারতেন ছবিগুলি। ক্ষমতায় আসার পর তিনি নেতাজি ইন্ডোরে উৎসব শুরু করেন। এর ফলে একসঙ্গে ২০০০০ মানুষ একসঙ্গে ছবি দেখতে পান। এরপর যুবভারতী ক্রীড়াঙ্গনে চলচ্চিত্র উৎসবের আয়োজনে পরিকল্পনা রয়েছে। এজন্য একতা প্রয়োজন। উত্তমকুমার, তনুজা অভিনীত ‘অ্যান্টনি ফিরিঙ্গি’‌ ছবি দিয়ে শুরু হয় ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। অমিতাভ বললেন, পুরনো এবং ভালো ছবি সংরক্ষণের লক্ষ্যে ২০১৪ সালে প্রতিষ্ঠিত ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ সরকারের এক প্রশংসনীয় উদ্যোগ। গত ১০০ বছরে অনেক ভালো বাংলা ছবি হয়েছে। তার সংরক্ষণ জরুরি, কারণ সংরক্ষণ না করলে অনেক ভালো ছবি নষ্ট হয়ে যাবে।

২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন অনুষ্ঠান ছিল যেন চাঁদের হাট।ঋতুপর্ণা সেনগুপ্তর পাশেই ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, ওয়াহিদা রহমান। প্রদীপ জ্বেলে, ফুল ছড়িয়ে উদ্ধোধন করা হয়। গোটা ব্যবস্থার তদারকি করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সৌমিত্র চট্টোপাধ্যায়ে বলেন, ‘‘১০০ বছরের বাংলা সিনেমার যে আয়োজন এখানে দেখলাম, তাতে আমি মুগ্ধ। আমাদের পূর্বসুরিদের স্মরণ করছি। যাঁদের আত্মত্যাগে এই ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে।’’ অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিশ্বজিত্ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মাজিদ মাজিদি গৌতম ঘোষ,ওয়াহিদা রহমান, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়,জয়া বচ্চন, নন্দিতা দাস, মহেশ ভট্ট, হাতে তুলে দেওয়া হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের বিশেষ ট্রফি।২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হল শাহরুখ খানের আগামী ছবি ‘‌জিরো’‌–র ট্রেলার। শনিবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে তাঁর ছবির ট্রেলার দেখানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শাহরুখের অকপট স্বীকারোক্তি, তাঁর ২৭ বছরের কেরিয়ারে কোনও ছবিই চলচ্চিত্র উৎসবে জায়গা পাওয়ার মতো নয়। সমস্ত চলচ্চিত্র উৎসবেই তিনি বছরের পর বছর হাজির হয়েছেন, সেখানে নেচেছেন, কথা বলেছেন। কিন্তু কোথাও তাঁর ছবি দেখানো হয়নি। কারণ, তাঁর ছবিগুলো হয়ত উৎসবে দেখানোর মতো নয়। তবে শাহরুখের আশা, আগামী ১০ বছরে হয়ত এমন এক সময় আসবে, যেখানে তাঁর ছবিও জায়গা পাবে কোনও উৎসবের মঞ্চে। এরপরেই শাহরুখ তাঁর পরবর্তী ছবিটির ট্রেলার এই উৎসব মঞ্চে দেখানোর অনুমতি চেয়ে নেন। পর্দায় দেখা যায় ‘ শাহরুখের অনবদ্য অভিনয়ের কিছু অংশ।‌ ‘‌জিরো’–র মতো একটি অন্যরকম ছবি পরিচালনা করার জন্য আনন্দ এল রাইকে ধন্যবাদ দিয়ে বলিউডের বাদশা বললেন, এই প্রথম তাঁর কোনও ছবির ট্রেলার চলচ্চিত্র উৎসবে দেখানো হল। যা তাঁর কাছে বিরল সম্মান চলচ্চিত্র উত্সবের মঞ্চে দেখানো হয় ‘জিরো’র ট্রেলার। হাততালিতে ফেটে পড়ে গোটা হল। এক কথায় কোলকাতা চলচ্চিত্র উৎসবের চাঁদের হাটে ‘‌জিরো’ ছবির ট্রেলার দেখে খুশি বাদশা৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here