দীপ বিশ্বাস,বাগদা,দেশের সময়: উত্তর ২৪ পরগনার বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ডহর প্রথা গ্রামের পৌলোমী বিশ্বাস নামে দ্বিতীয় বর্ষের ছাত্রী বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, রনঘাট অঞ্চল তৃনমূলের সভাপতি শুভেন্দু মন্ডল তাঁকে একাধিকবার কুপ্রস্তাব দিয়েছে এবং এই যুব তৃণমূল নেতা এবং তার স্ত্রী এই তরুনীকে গতকাল মারধর করে বলেও অভিযোগ ৷ অভিযোগ পেয়ে যুব তৃণমূল নেতা শুভেন্দু মণ্ডলকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ । যুব তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই বাগদা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উঠে আসে৷

রনঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম মন্ডল দাবি করেন শুভেন্দু মন্ডল পঞ্চায়েত সমিতি সভাপতি গোপা রায়ের অনুগামী ৷ শুভেন্দুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ তুলে নেওয়ার জন্য ওই যুবতীকে ফোন করেছিলেন গোপা রায় ৷ এবং শুভেন্দুকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবার জন্য চেষ্টা করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।

এই সমস্ত অভিযোগ ভুল বার্তা বলে দাবি করেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী গোপা রায় ।

বাগদা পূর্ব চক্র তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ সাহা জানান গতকাল যুবতী আমাদের কাছে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন৷ এখনআইন আইনের পথে চলবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here