দেশের সময়: করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করলে শাস্তির মুখে পড়তে হবে গ্রুপ অ্যাডমিন সহ গ্রুপের সমস্ত সদস্যকে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান সচিব রবি নায়েক পরিষ্কারভাবে সে কথা ঘোষণা করেছেন।

করণা সংক্রমণ নিয়ে গোটা বিশ্ব এখন আতঙ্কিত। অন্যান্য দেশের মতো ভারতবর্ষেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে চলছে লকডাউন। তারই মধ্যে হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে প্রচুর মিথ্যা তথ্য চালাচালি হচ্ছে।

তথ্যের সত্যতা যাচাই না করে কখনো ইচ্ছাকৃতভাবে আবার কখনো অনিচ্ছাকৃতভাবে এসব তথ্য পোস্ট করা হচ্ছে। আর এর ফলে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এ ব্যাপারে এবার সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই ঘোষণা করেছে, করোনা নিয়ে মিথ্যা, অপপ্রচার করলে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন সহ গ্রুপের সমস্ত সদস্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। হোয়াটসঅ্যাপের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও এই ধরনের ঘটনা ঘটালে একই ব্যবস্থা গ্রহণ করা হবে। ফলে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা সাবধান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here