দেশের সময় ওয়েবডেস্কঃ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে শহরে এসেছেন অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন৷ শহরে এসেই তাঁর স্পষ্ট বক্তব্য, ‘এখানে অভিনয় করতে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে সম্মান করি।’

প্রচারের আগে তৃণমূল কংগ্রেস ভবনে সোমবার সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে বাংলার ‘ধন্যি মেয়ে’ বলেন, ‘একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াছেন মমতা। তিনি ফের ক্ষমতায় এলে বাংলার আরও উন্নতি হবে।’ পাশাপাশি বিরোধীদের উদ্দেশে জয়ার কটাক্ষ, ‘মমতাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদের বলব লজ্জা লজ্জা।’

বাংলায় তাঁকে প্রচারের জন্য পাঠানোয় সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবকে ধন্যবাদ জানান অমিতাভ জায়া জয়া। ৫ এপ্রিল থেকে চারদিন রাজ্যে তৃণমূলের হয়ে প্রচার চালাবেন তিনি। সূত্রের খবর, রাজ্যের তৃণমূলের হয়ে চারটি বড় রোড শো করবেন জয়া বচ্চন। টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করতে দেখা যেতে পারে তাঁকে। তাৎপর্যপূর্ণভাবে, অমিতাভ বচ্চনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক দীর্ঘদিনের। প্রত্যেক বছরে চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানের দিন উপস্থিত থাকেন বাংলার জামাই অমিতাভ। অন্যদিকে, সমাজবাদী পার্টির টিকিটে রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন।

পশ্চিমবঙ্গের নির্বাচন শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এরপরেই জয়া বচ্চনের তৃণমূলকে সমর্থন করে রোড শো করার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এরফলে তৃতীয় দফা নির্বাচনের প্রাক মুহূর্তেই শাসক দলের পক্ষে পাল্লা অনেকটাই ভারী করবে মনে করছে অভিজ্ঞ মহলের একাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here