পর্ন ছবি বানিয়ে ফাঁসলেন শিল্পার স্বামী, রাজ কুন্দ্রা গ্রেফতার

0
659

দেশের সময়ওয়েবডেস্কঃ শিল্পা শেঠির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।

গোটা ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে রাজ কুন্দ্রার। মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। শিল্পপতির বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে বলে দাবি করেছেন মুম্বই পুলিশের প্রধান।

অভিযোগ, পর্ণোগ্রাফির ছবি বানাতেন কুন্দ্রা। তারপর সেগুলি বিভিন্ন অ্যাপের মাধ্যমে প্রচারও করতেন। এই ঘটনার অভিযোগ গত ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে দায়ের হয়েছিল। তদন্ত ভার নিয়েছিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।

রাজ কুন্দ্রা অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। জামিনের জন্য আবেদনও করেছেন তিনি।

২০০৯ সালে রাজ কুন্দ্রার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ২০১২ সালে প্রথম সন্তান এবং মাত্র গত বছরেই সারোগেসির মাধ্যমে দ্বিতীয় সন্তান আসে তাঁদের কোলে।

Previous articleমাধ্যমিকের ফল ঘোষণা সকাল ৯টায়, ওয়েবসাইটে দেখা যাবে ১০টা থেকে, রইল বিস্তারিত
Next articleপেট্রাপোল সীমান্তে ৩০টি সোনার বিস্কুট-সহ গ্রেফতার ২ পাচারকারী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here