ঠাকুর বাড়িতে গোপাল শেঠের উদ্যোগে বসছে বড়মার মূর্তি

0
1281

দেবন্বীতা চক্রবর্তী,বনগাঁ: শুক্রবারই শেষ হয়েছে প্রয়াত বড়মা বীণাপাণি ঠাকুরের শ্রদ্ধানুষ্ঠানের কাজ। রবিবার মতুয়া ভক্ত এবং অতিথি অভ্যাগতদের নিয়ে খাওয়া-দাওয়ার কর্মসূচি রাখা হয়েছে। অন্যদিকে এদিনই বড়মা বীণাপাণি ঠাকুরের একটি মর্মর মূর্তি বসানো হবে ঠাকুরবাড়ি চত্বরে।

আর তার প্রধান উদ্যোক্তা বনগাঁর প্রাক্তন বিধায়ক, আঞ্চলিক পরিবহন দপ্তর এর সদস্য গোপাল শেঠ। এই মূর্তি তৈরি করেছেন শিল্পী সেন্টু ভট্টাচার্য। এ ব্যাপারে গোপাল শেঠ জানালেন, বছর কয়েক আগে গাইঘাটায় ঘূর্ণিঝড় টর্নেডো আছড়ে পড়েছিল।

সেই সময় থেকেই বড়মার সঙ্গে যোগাযোগ তৈরি হয় আমার প্রয়াত বাবা ভূপেন্দ্রনাথ শেঠের। পরবর্তীতে আমার সঙ্গে সম্পর্ক তৈরি হয় বড়মার। সেই সূত্র ধরেই আমার মনের ইচ্ছে বড়মার একটি মর্মর মূর্তি বসানো ঠাকুর বাড়ির চত্বরে। তার জন্যই এই উদ্যোগ। এদিকে রবিবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর তত্ত্বাবধানে ঠাকুরবাড়ি চত্বরে মতুয়া ভক্ত এবং অতিথি অভ্যাগতদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রায় কুড়ি হাজার মানুষের আয়োজন থাকছে।

এই উপলক্ষে শনিবার থেকেই ঠাকুর বাড়িতে ভিড় করতে শুরু করেছেন মতুয়া ভক্তরা। রবিবারের ঠাকুর বাড়ির অনুষ্ঠান সম্পর্কে রাজনৈতিক মহলের ধারণা, এই অনুষ্ঠানকে জনসংযোগ হিসেবে কাজে লাগাবেন তৃণমূলের নেতারা এবং সেটা লোকসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে যাবে।

Previous article‌সোশ্যাল মিডিয়ায় নুসরতের আপত্তিকর ছবি পোস্ট, গ্রেপ্তার বিজেপি নেতা
Next articleযারা আজকে আমার বদনাম করছে, তাঁরাও দল ছেড়ে বেরিয়ে আসবে- অর্জুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here