দেশের সময় ওয়েবডেস্কঃ বৃষ্টি এ বারে যেন আর বঙ্গবাসীর পিছু ছাড়ছে না। মাসের অর্ধেক দিন মেঘলা আকাশ। এক দিন রোদ উঠলেই, পরের দিন আবারও মেঘে ঢেকে যাচ্ছে, ফলে বিরক্ত সাধারণ মানুষও। কিন্তু তাতে কী! ফের দুর্যোগের পূর্বাভাস বাংলা জুড়ে।

রাজ্যে পুরসভা নির্বাচনের দিন অর্থাৎ আগামিকাল রবিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। 

উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা, জানিয়েছে আলিপুর  আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। রবিবার বৃষ্টির পরিমাণ কমবে শুধু ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে, বলে জানায় আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)।
 

এছাড়াও অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি হবে। কলকাতার ক্ষেত্রেও কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। রবিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। 
 

সোমবার, ২৭ তারিখ আবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে, বলে জানাচ্ছে হাওয়া অফিস।
 

উত্তরবঙ্গে (North Bengal) বিক্ষিপ্ত হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পঙয়ে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দু’ এক জায়গায় হাল্কা শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
 

২৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আকাশ পরিষ্কার হয়ে হবে রৌদ্রজ্জ্বল। আপাতত আর ঠান্ডার দেখা নেই, ভোরের দিকে হাল্কা ঠান্ডার আমেজই থাকবে।
 

মধ্যপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। তাঁর প্রভাবেই সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here