দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা আবহে ভোট পিছলে রাজ্যের কোনও আপত্তি নেই।নির্বাচন কমিশনকে রাজ্যের এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, চার পুরনিগমের ভোট হতে পারে ১২ ফেব্রুয়ারি।

হাই কোর্ট জানিয়েছিল, রাজ্যে চার পুরনিগমের ভোট চার থেকে ছয় সপ্তাহ পিছিয়ে দিক কমিশন। সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশনই। ৪৮ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল হাইকোর্ট। সেই মতো রাজ্যের নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছিল শনিবার সন্ধ্যের মধ্যেই কমিশন তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে। এরপরই শনিবার সকালে রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ভোট পিছলে রাজ্যের কোনও আপত্তি নেই।

সূত্রের খবরে জানা গেছে আজ দুপুরেই ভোট পিছিয়ে দেওয়ার কথা বিবৃতি দিয়ে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এর আগে কমিশনের তরফে বলা হয়েছিল চার পুরসভার ভোট হবে ২২ জানুয়ারি। কিন্তু করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এখনই পুরভোট করা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। সূত্রের খবর ভোট যদি পিছিয়ে যায় তাহলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ভোট হতে পারে শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল আর চন্দননগর পুরনিগমে। সম্ভবত ভোট হতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি।

ইতিমধ্যে সর্বত্র প্রার্থী ঘোষণা থেকে শুরু করে পুরোদমে প্রচারও চলছে। তবে প্রচার করতে হচ্ছে কোভিড বিধি মেনে। কোথাও নিয়ম ভাঙলেই তা কড়া হাতে নিয়্ন্ত্রণ করছে প্রশাসন। আদালতেও রাজ্য ও কমিশনের পক্ষ থেকে সে কথা বারবার উল্লেখ করা হয়েছে। শুনানিতে যুক্তি-প্রতিযুক্তির পর আদালত সংবিধানের ২৪৩-এর জেড (এ) ধারা উল্লেখ করে বলে, ভোট পিছনোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশনই। রাজ্যের পক্ষ থেকে এ দিন সিদ্ধান্ত জানানর পরে এখন নির্বাচন কমিশন কোর্টকে কী নিরদেশদেয়, এখন সেটাই জানার অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here