দেশের সময়, কলকাতা : তীব্র দাবদাহ থেকে সাময়িক স্বস্তি। সপ্তাহের প্রথমদিনেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। 

দু’দিনে ১১ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। গ্রীষ্মের আগেই তাপের দাপটে নাজেহাল হয়ে উঠেছিলেন শহরবাসী। দক্ষিণবঙ্গের অনেক জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪০ ডিগ্রির গণ্ডিও। সেই পরিস্থিতিতে রবিবার ঝড়বৃষ্টির আবহাওয়া তাপমাত্রা কমিয়ে দিয়েছে। আগামী কয়েক দিনে গরম আরও খানিকটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মঙ্গলবার এবং বুধবার ফের বাড়বে তাপমাত্রা।

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ,বীরভূম ,মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। থাকবে বজ্রপাতের আশঙ্কা।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। অন্যদিকে, ওড়িশার উপরে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার জেরেই রবিবার থেকে বৃষ্টি হচ্ছে জেলায়-জেলায়। পশ্চিমের জেলা ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।  মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি খানিকটা কমবে। ফের শুক্রবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে  দিনের বেলায় তাপমাত্রা  প্রায় ৫থেকে ৬ ডিগ্রি কমে যেতে পারে। আপাতত চলতি সপ্তাহে তাপপ্রবাহ থেকে সামান্য হলেও নিস্তার মিলবে।

অন্যদিকে উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বৃহস্পতিবার, ইদের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here