দেশের সময় ,কলকাতা: শীতপ্রেমীদের জন্য ফের দুঃসংবাদ দিল হাওয়া অফিস। সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন বাংলায়। দেখুন ভিডিও

বিদায়বেলায় ওঠানামা করছে শীতের পারদ। কখনও তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। কখনও আবার অনুভূত হচ্ছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।সরস্বতী পুজোয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার থেকেই রাজ্যে বাড়বে তাপমাত্রা। তবে রবিবারও শীতের আমেজ থাকছে রাজ্যে। বুধবার থেকে রাজ্যে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সরস্বতী পুজোয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার থেকেই রাজ্যে বাড়বে তাপমাত্রা। তবে রবিবারও শীতের আমেজ থাকছে রাজ্যে। বুধবার থেকে রাজ্যে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে সোমবার থেকে ক্রমশ বাড়তে থাকবে তাপমাত্রার পারদ। রাজ্যে মেঘলা আকাশ থাকবে মঙ্গলবার থেকে। রবিবার কলকাতার তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজ রয়েছে। সকালের দিকে কুয়াশা, বেলা বাড়লে হালকা ঠাণ্ডার আমেজ রয়েছে রাজ্যে।

এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৬ থেকে ৯৩ শতাংশের আশেপাশে। তবে সোমবার থেকেই বাড়বে তাপমাত্রা। সকাল থেকেই কুয়াশার দাপট দেখা যাবে প্রায় সব জেলাতেই। সরস্বতী পুজোয় ফের কুড়ি ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ, এমনটাই বলছে আবহাওয়া দফতর।

তবে উত্তরবঙ্গ মোটের উপর শীতলই থাকছে।  দুই দিনাজপুরে রয়েছে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। দার্জিলিংয়ে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পাহাড়ের সব জেলাতেই সকালে দেখা যাবে কুযাশার দাপট। কুয়াশার দাপট বেশি থাকবে জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে। ঘন কুয়াশার দেখা মিলতে পারে মালদহ ও দুই দিনাজপুরে। তবে সোমবারের পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here