দেশের সময় কলকাতা  সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির ঘনঘটা শহর জুড়ে। গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হচ্ছে।

বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।


হাওয়া অফিসের পূর্বাভাস, আজ দুপুরের পর থেকে কালবৈশাখীর মেঘ ঘনাতে পারে। বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে। আজ ঘণ্টায় প্রায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। আগামিকাল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই জেলায়।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে আজ। বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে বিদর্ভ থেকে কেরল অবধি। আজ ঝড়বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

বৃষ্টি বেশি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়াতে।  বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গের তিন জেলাতে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দিনাজপুরে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রায় বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

উত্তরবঙ্গের একাধিক জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে বুধবারের পর থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। উত্তরের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের শেষ পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত চলতে থাকবে। বৃতিপাতের সঙ্গে ঝোড়ো হওয়ার বওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকাতেও। আজ ও কাল এবং বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ডের মতো উত্তর-পশ্চিমে পার্বত্য এলাকার রাজ্যগুলিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here