দেশের সময়,কলকাতা: ফের দুয়ারে শীত। ভোরের হিমেল হাওয়াই জানান দিয়ে দিল, শীত এখনও আছে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ কাটতেই ফের লেপ-কম্বল মুরি দিতে হচ্ছে বঙ্গবাসীকে। মাঘের ভোরে তাই আবার কেঁপে উঠলেন বাংলার মানুষ। বাংলা জুড়েই তাপমাত্রার পারদ অনেকটা কমেছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। একধাক্কায় ২ থেকে ৫ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। ফলে ভোরের দিকে ভালই ঠাণ্ডা অনুভব করা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও হিমেল হাওয়া কিন্তু বেশ বোঝা যাচ্ছে। দেখুন ভিডিও

তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ায় মুখে হাসি চলে গিয়েছিল শীতপ্রেমীদের। তবে শুক্রবারের পর থেকে পুনরায় পারদ পতন বাংলায়। সকালের দিকে তাপমাত্রা নাতিশীতষ্ণ থাকেলও সন্ধ্যার পর থেকে ফের শীতের কামড় লাগছে বঙ্গবাসীর গায়ে।তবে এমন আবহাওয়া বেশি দিন থাকবে না বলেও জানা যাচ্ছে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.‌২ ডিগ্রি সেলসিয়াস। তবে এই শীতের অনুভূতি আর বেশিদিন নয়। হাওয়া অফিস জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি বাড়বে তাপমাত্র। যা পৌঁছতে পারে ২০ ডিগ্রিতে।

তবে রাতের দিকে অনুভূত হবে শীতের আমেজ। তবে সরস্বতী পুজোর দিন বৃষ্টি হলেও হতে পারে। ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার।

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত নিম্নমুখী থাকবে তাপমাত্রা। কলকাতায় ১৫ ডিগ্রিতে নামতে পারে পারদ। থাকবে কুয়াশার দাপট। রবিবারও বজায় থাকবে শীতের আমেজ। সোমবার থেকে উর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। মঙ্গলবার মেঘলা থাকতে পারে আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা এই ক’‌দিন নেই। তাপমাত্রা কমবে না। বুধবার তাপমাত্রা ছুঁতে পারে ২০ ডিগ্রি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালে কুয়াশার দাপট থাকবে। বিশেষ করে মালদা ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা।

এদিকে, শুক্রবার অরুণাচলপ্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে সিকিম ও দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। ওড়িশায় বৃষ্টি হতে পারে রবি ও সোমবার। আগামী সপ্তাহে অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে। শনি থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে। সোমবার থেকে বুধবার বৃষ্টি হবে উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে। দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here