দেশের সময় কলকাতা : সপ্তাহের শেষে ফের একবার দক্ষিণবঙ্গে বদলাবে আবহাওয়া। রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস।

গরম বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আর আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আকাশে ঘন কালো মেঘ। দিনের বেলাতেই আঁধার নামছে। আর কিছুক্ষণেই বৃষ্টি নামতে পারে কলকাতা-সহ দক্ষিণে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

ভারতীয় মৌসম ভবনের তরফ জানানো হয়েছে যে আপাতত দুটি বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে। তার প্রভাবে আগামী রবিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে।

বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আর শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হবে।

শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। এই জেলাগুলিতে ওইদিন হলুদ সতর্কতা জারি হয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। সব জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বৃষ্টি না হলেও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের অন্যান্য জেলা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলায়।

আগামী দু’তিন দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তার পর ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়বে। আবহাওয়াবিদরা মনে করছেন, চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ।

বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here