দেশের সময়, কলকাতা : কনকনে ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত বিদায় নেয়নি। মাঝে শুধু কিছুদিনের বিরতি ছিল মাত্র। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, একদিনে কলকাতার তাপমাত্রা দেড় ডিগ্রি নেমেছে। ১০ জানুয়ারি থেকে শীতের দ্বিতীয় স্পেল শুরু। বাংলায় ফিরল ভরপুর শীতের আমেজ। বছরের প্রথম সপ্তাহেই এক ধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। উত্তর থেকে দক্ষিণবঙ্গে রীতিমতো জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে। যদিও বেলা গড়ালে কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম বাড়বে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। গত ১৮ ডিসেম্বর কলকাতার তাপমাত্রার পারদ নেমেছিল ১৪.১ ডিগ্রিতে। সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল প্রায় সমস্ত জেলা। আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে।

বুধবারে শীতের আমেজ অনুভূত হলেও, বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় আগামিকাল থেকে বাড়বে তাপমাত্রা। আগামী দুই দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু জায়গায় তুষারপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ডিসেম্বরে কিছুদিন শীত পড়লেও পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার দাপটে উত্তুরে কনকনে ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকতেই পারেনি। তাই তাপমাত্রাও বেড়েছে চড়চড় করে। লেপ-কম্বল-সোয়েটার মাফলার আলমারিতে তুলে রাখার জোগাড় হয়েছিল। এমন অবস্থায় শীত বিদায় নেবে কি না, এমন আশঙ্কা যখন ধীরে ধীরে চেপে বসছে, তখনই আকাশ পরিষ্কার হয়ে রাজ্যে উত্তুরে হাওয়ার রাস্তা খুলে দিল। 

হাওয়া অফিস জানাচ্ছে, রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার বেশি থাকবে বলে মনে করা হয়েছিল। কিন্তু উত্তর-পশ্চিম ভারতের হিমশীতল হাওয়ার দাপটে মঙ্গলবার রাতেই কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে যায়। দিনের তাপমাত্রাও নামে। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নেমে শহরে গতকাল দিনের তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি।

এদিকে পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথ থেকে সরে গেলেও পূবালি বাতাসের সঙ্গে সংঘাতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বাংলায়। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে,  শুক্রবার থেকে রবিবার বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পাহাড়ি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ থেকে আগামী পাঁচ দিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে।  

কলকাতায় ১০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি কমলে পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা আরও বাড়বে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তুরে বাতাসে হিমের ছোঁয়া থাকবে। তবে পড়ে পাওয়া শীত কতদিন স্থায়ী হবে তা এখনও জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here