দেশের সময় , কলকাতা: বসন্ত কড়া নাড়ছে দুয়ারে। কিন্তু শীতের যেন বিদায়ের মন নেই। কয়েক দিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও মাঝে মধ্যেই কনকনে ঠান্ডা টের পাচ্ছেন বঙ্গবাসী। তাপমাত্রার পারদের ওঠানামার পরিস্থিতির মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দেখুন ভিডিও


বাড়ল তাপমাত্রার পারদ। এক ধাক্কায় ৩ ডিগ্রি সেলসিয়াস চড়ল তাপমাত্রা। মঙ্গলবার থেকে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার, সরস্বতী পুজোর দিন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস।

রবিবার দুপুরেও ঝকঝকে নীল আকাশ আর চড়া রোদ দেখে যাঁরা সরস্বতী পুজোয় জমিয়ে ঘোরার পরিকল্পনা করে ফেলেছেন ইতিমধ্যেই, তাঁদের হয়তো শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় কিছু বদল করতে হতেও পারে।

সরস্বতী পুজোর সময়ে শহরের রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যাবে বলে অনুমান আবহবিদদের। দক্ষিণে পরিস্থিতি এমন হলেও উত্তরবঙ্গে আরও কিছুদিন শীতের আবহ বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি থাকছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here