দেশের সময়, কলকাতা : বৃষ্টির পূর্বাভাস ছিলই। আর হলও। বৃহস্পতিবার রাতে কলকাতার বেশ কিছু জায়গা ভিজল বৃষ্টিতে। তবে তাপমাত্রায় বড় হেরফের হল না। ফিরল না ঠান্ডার অনুভূতি। উল্টে, এক ডিগ্রি বেড়ে গেল পারদ। দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গায় হল হালকা বৃষ্টি। 

কার্যত শীতের বিদায় পর্ব শুরু আগামী সপ্তাহে। বসন্তের আবহাওয়া বাংলায়। আগামী দু’দিন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে আরও কিছুদিন শীতের আমেজ থাকবে। দু’দিন পর দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। পরবর্তী তিন দিনে অন্তত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দেখুন ভিডিও

অর্থাৎ শীতের পোশাক তুলে রাখার আগে আর একবার ভাবতে হবে। এখনই শীত যাচ্ছে না। তিন দিন হয়ে গেল মাঘ পেরিয়ে ফাল্গুন মাস পড়েছে। অর্থাৎ হিসেব মতো এটা বসন্তকাল। তারপরও ঠাণ্ডা যাচ্ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃষ্টির পাট চুকে যাচ্ছে আপাতত। দু’দিনের জন্য ঠাণ্ডা ফিরবে জেলায়। ১২ থেকে ১৩ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদ। শুক্রবার এই পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শনিবার ও রবিবার পেরিয়ে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরনোর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।  কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।                    

উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। আগামী দু’দিন সামান্য তাপমাত্রা কমবে বলে  পূর্বাভাস আবহাওয়া দফতরের। তারপর ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here