দেশের সময় ওয়েবডেস্কঃ সকাল থেকেই আকাশের মুখ ভার। কালো মেঘে ঢেকে আছে আকাশ।সকাল থেকে উধাও চড়া রোদ। কালবৈশাখীর কারণে নিম্নমুখী রাজ্যের তাপমাত্রার পারদ। মেঘলা আকাশ চলতি সপ্তাহে ফের স্বস্তি ফেরাল জেলায় জেলায়। গতকালের পর, বুধবারেও তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। 

আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে, ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সেই সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া সহ প্রায় সমস্ত জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা সামান্য কমছে। তবে আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে রাজ্যজুড়ে। সঙ্গে কালবৈশাখীর ঝড়ো হাওয়াও চলবে।
বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে আজ। সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হইবে। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির তীব্রতা কমবে। শুক্র, শনিবার ফের বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের পাঁচ জেলার সঙ্গে নীচের তিন জেলা মালদহ ও দুই দিনাজপুরে ঝড়বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় মুষলধারে বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।

বুধবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। একইসঙ্গে বর্ষাও কিছুটা এগিয়ে আসবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বত্র ঢুকে পড়বে। ফলে সেখানে সমাগম হবে বর্ষার। অন্যদিকে দু’টি ঘূর্ণাবর্তও রয়েছে। একটি ঝাড়খন্ডে, অন্যটি রয়েছে তামিলনাড়ুতে। বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এর জেরেও ঝড়বৃষ্টি হতে পারে দেশের কয়েকটি রাজ্যে। আজ থেকে আগামী দু-তিন দিন জম্মু-,লাদাখ, উত্তর হিমাচলপ্রদেশ সহ উত্তর-পশ্চিমের সমতল এলাকাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়ে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here