দেশের সময় ওয়েবডেস্কঃ ভরা পৌষেও শীত উধাও হয়েছিল। মকর সংক্রান্তিতে হাড়কাঁপানো ঠান্ডা পড়েনি। গোটা উত্তর ভারত যেখানে হাড়হিম শৈত্যপ্রবাহে জবুথবু, বাংলা সেখানে উষ্ণই ছিল গত কয়েকদিন ধরে। এক ধাক্কায় তাপমাত্রার পারদ উঠেছিল ২০ ডিগ্রিতে।

উষ্ণতম মকর সংক্রান্তি দেখেছে রাজ্য। গত সপ্তাহের শেষদিকে তাপমাত্রা বেড়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সোমবার থেকে রাজ্যের তাপমাত্রা কমলেও শীতের সেই পুরনো ঝোড়ো ব্যাটিং দেখতে পাওযার সম্ভাবনা কম। এমনটাই অন্তত আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, উপকূলের দুই জেলা বাদ দিলে বাকি দক্ষিণবঙ্গে আগামী চার দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে গোটা রাজ্যে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে।

তবে আবহাওয়া ফের ভোল বদলাচ্ছে। হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে কি বৃষ্টির হাত ধরেই শীতের দ্বিতীয় ইনিংস ফের শুরু হবে? আশায় রয়েছে বঙ্গবাসী।

আজ রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়াও শুষ্ক থাকবে। কোথাও কোথাও হাল্কা কুয়াশার সম্ভাবনা আছে। আজ ১৭ তারিখ ও আগামীকাল হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাই বৃষ্টির সম্ভাবনা আছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। রাতের তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা আছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া। কলকাতা তথা দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন কোন তারতম্য দেখা না গেলেও হাঁড় কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গে। দার্জিলিঙের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গিয়েছে, এমনটাই খবর। দার্জিলিঙে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কারণে স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা।

দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এখনও জানুয়ারি মাস শেষ হয়নি। পিঠেপুলি খাওয়ার পাশাপাশি বাঙালির মনে এখনও পিকনিকের আমেজ রয়েছেই। সেই কারণে শীত চলে যাওয়া মন খারাপ অনেকের।

গতকাল থেকেই থেকেই রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে কমতে শুরু করেছে। মৌসম ভবনের পূর্বাভাস, দিল্লি এবং সংলগ্ন এলাকায় বইতে পারে শৈত্যপ্রবাহও। যার জেরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াসে।  ১৮ জানুয়ারি পর্যন্ত দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত দু’-তিন ডিগ্রি কমতে পারে। এই ক’দিন রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে ‘প্রবল শৈত্যপ্রবাহ’ পরিস্থিতি তৈরি হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here