দেশের সময় ওয়েবডেস্কঃ বসন্তের হাওয়ায় ইতিমধ্যেই মিশে গিয়ে চড়ছে তাপমাত্রার পারদ (West Bengal Temperature Today)। প্রথম দিন থেকেই শহরের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। দোলের (Holi Weather Update) আগেই শহরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

মাথার ওপর সূর্য বেশ প্রখর হয়েই জানান দিচ্ছে, দরদর করে ঘামার দিন এসেই গেছে । তবে এর মধ্যেই চলবে আবহাওয়ার নানা ভোলবদল।সাম্প্রতিক ইতিহাসে এটাই উষ্ণতম দোল হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আগামী চারদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

আবাহাওয়া কর্তারাদের কথায়, দিনের পাশাপাশি এবার রাতেও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। রোদের তাপ, আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী চার-পাঁচ দিন এ রকমই আবহাওয়া থাকবে।

কলকাতায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশেই থাকবে। বাতাসে সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৮৮ শতাংশ। বাতাসে সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণ ৩৪ শতাংশ।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হাল্কা বৃষ্টি হতে পারে বলা জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। প্রচুর জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে এখনও ভোরের দিকে সামান্য শিরশিরে ঠান্ডা হাওয়ার আভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সবমিলিয়ে পারদের এই ওঠানামার ফলে শারীরিক অসুস্থতাও বাড়ছে চারদিকে।

অন্যদিকে, ১২২ বছরের মধ্যে এটাই উষ্ণতম ফেব্রুয়ারি (Hottest February) বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতর। ফেব্রুয়ারি মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৮১ শতাংশ বেশি ছিল। এর আগে ১৯০১ সালে ফেব্রুয়ারি মাসে এইভাবেই দাপট দেখিয়েছিল গরম। গত ফেব্রুয়ারি মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫৪ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

আইএমডি (IMD) সূত্রে খবর, দেশের প্রায় সমস্ত এলাকাতেই মার্চেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে গরম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা । এদিকে, পশ্চিমবঙ্গে খরার সম্ভাবনা আছে বলেও মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here