সৃজিতা শীল, কলকাতা:

গত বছরের শেষটায় যেমন শীতে কেঁপেছিলেন বাঙালি। ২৫ ডিসেম্বরের ক’দিন আগে থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল সর্বত্র। পশ্চিমের জেলাগুলিতে তো তাপমাত্রা নেমে গিয়েছিল ৭-৮ ডিগ্রিতেও। এবার কেমন হবে?

এবার জাঁকিয়ে শীত পড়তে শুরু করল কোলকাতা সহ গোটা বাংলায়।

কী বলছেন আবহাওয়াবিদরা।

পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি নিয়ে ফের শীত কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। হাওয়া অফিসের তরফেও জানানো হয়েছিল, শনিবার থেকে তাপমাত্রার কিছুটা পরিবর্তন ঘটতে পারে। 

তবে আশার কথা, শনিবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করলেও বাংলায় এর বিশেষ কোনও প্রভাব এখনও পর্য়ন্ত নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ফলে উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে তেমন কোনও বাধা না থাকায় হু হু করে নামছে পারদ।

শুধু তাই নয়, পারাপতনে উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে দক্ষিণের জেলাগুলি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুরে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল। শুক্রবার পুরুলিয়ায় পারদ নেমে গিয়েছিল ৯ ডিগ্রিতে। আগামী বুধবার পর্যন্ত এই ট্রেন্ড বজায় থাকবে।

হাওয়া অফিস বলছে পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন শীতের দাপট একই রকম বজায় থাকবে। পারাপতন অব্যাহত থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতে। দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও বড়সড় পারাপতন দেখা যাবে রাতে।  তবে বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার কিছুটা পরিবর্তনের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার এপর্যন্ত মরশুমের শীতলতম দিন কলকাতায়। আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী সপ্তাহে পারদ আরও নামবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৭ থেকে ৯৪ শতাংশ। 

তাপমাত্রা কমছে উত্তরবঙ্গেও। তবে এবারে উত্তরবঙ্গকে টেক্কা দিয়ে দক্ষিণেও পারাপতন হতে শুরু করেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই সময় অন্যান্য বছর দক্ষিণের জেলাগুলিতে গড় তাপমাত্রা থাকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হঠাৎ করে এতটা পারাপতনের নেপথ্যে রয়েছে শীতের ঝোড়ো ইনিংস। 

পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান ও উত্তরপ্রদেশের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নীচে থাকবে। কোথাও কোথাও ৫ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে পারাপতনের সম্ভাবনা। ৫ ডিগ্রিতে নেমে যেতে পারে সমতলের রাজ্যগুলির তাপমাত্রাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here