দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কখনও মেঘ সরে গিয়ে হালকা রোদের দেখা, কোথাও আবার ঝিরি বৃষ্টি। বিগত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও গুমোট ভাব থেকে এখনও রেহাই মেলেনি। এই অবস্থায় এদিন বৃষ্টিতে ভিজবে শহর, না বাড়বে তাপমাত্রা? রাজ্যের কোন কোন জেলা ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা? এক নজরে রইল শুক্রবারের ওয়েদার আপডেট। দেখুন ভিডিও

বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে আগামী কাল, শনিবার আরও বৃষ্টি কমবে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে হালকা বৃষ্টি। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জল জমে গিয়ে সমস্যা হতে পারে বলে জানা গিয়েছে।

তবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই একটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। পরবর্তী ২৪ ঘন্টায় এই নিম্নচাপ ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপরে সরে যাবে। এই পরিস্থিতিতে দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন মধ্যভারতে মৌসুমী বায়ু সক্রিয় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে আপাতত হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমলেও সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। মঙ্গল-বুধবার নাগাদ আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে; তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।
কলকতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৭ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here