দেশের সময় কলকাতা :বসন্ত দেখা দিতে না দিতেই বঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। সবে শীত বিদায় নিতে শুরু করেছে। খাতায় কলমে শীতের পরই বসন্ত হলেও ফেব্রুয়ারির মাঝামাঝিতেই তাপমাত্রার পারদ উর্দ্ধমুখী। ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রাও ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে এসেছে। শীতের ফিরে আসার আর সম্ভাবনা নেই। দেখুন ভিডিও

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। তার আগে আজ মঙ্গলবার ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। রাজ্যের দশ জেলায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া।

উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে। তাই সপ্তাহের মাঝে সিকিম ও সিকিম সংলগ্ন উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই দুইয়ের সংঘাতেই বাংলায় বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে, পূর্ব ও পশ্চিম বর্ধমান বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে। ওইদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টি সম্ভাবনা হবে কলকাতাতেও। সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতা থেকে শীত কার্যত উধাও। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি।

মঙ্গলবার থেকেই দার্জিলিংয়ে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলাতেও। হাওয়া অফিস জানিয়েছে, এই তিন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাতে।

বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার, মালদা ও দিনাজপুরের বিভিন্ন জায়গায়।
 উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতে রাজ্যগুলিতে ক্রমশ তাপমাত্রা বাড়বে।

উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে আগামী সপ্তাহে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ২৪ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত হতে পারে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here