দেশের সময় ওয়েবডেস্কঃ শীতের বিদায়পর্ব শুরু, বলছে হাওয়া অফিস৷ শীতের বিদায়লগ্নে এসে অবশেষে তার পিছু ছাড়ল পশ্চিমী ঝঞ্ঝা। বাংলা থেকে শীতও পাততাড়ি গুটিয়ে নিচ্ছে ধীরে ধীরে। পাহাড় থেকে সমতল, বাড়ছে তাপমাত্রার পারদ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শীতের মরসুম প্রায় শেষের দিকে ৷ বুধবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে এ রাজ্যে। সপ্তাহের শেষে তাপমাত্রা বেড়ে যেতে পারে প্রায় ৪ থেকে ৫ ডিগ্রি। আপাতত বৃষ্টিরও আর কোনও সম্ভাবনা নেই। ফলে ভরা বসন্তের কোকিল ডেকে উঠল বলে।

এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।পশ্চিমী ঝঞ্ঝার জেরে আরও কিছুদিন তুষারপাত ও বৃষ্টি হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।

আগামী দুই দিন দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাড়বে তাপমাত্রা। আর দক্ষিণবঙ্গে আগামীকাল থেকেই শীতের আমেজ উধাও হয়ে যাবে। সকাল সন্ধ্যায় খানিক ঠান্ডা থাকলেও বেলার দিকে তাপমাত্রা বাড়বে। সবমিলিয়ে হাওয়া অফিসের পূর্বাভাস, বাংলায় শীতের বিদায়পর্ব শুরু, বসন্ত এসে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here