দেশের সময় ওয়েবডেস্ক:‌ বৃহস্পতিবার খুশির ইদ। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। এদিকে আবহাওয়ার মতি গতি মাপা বেশ কঠিন হচ্ছে। কখনও চড়া রোদ-গরম, আবার কখনও বৃষ্টি। বুধবার ফের একবার চড়ছে তাপমাত্রার পারদ। গরমে বাড়চ্ছে ভোগান্তি। কিন্তু, বৃহস্পতিবার ইদের দিন রাজ্যের সমস্ত জেলাতে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হতে পারে বৃষ্টিপাত। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং সহ পার্বত্য এলাকাগুলিতে।

আগামী দু’‌দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম ধীরে ধীরে ফের বাড়বে। রবিবারের মধ্যে এক ধাক্কায় রাজ্যের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ইদের দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার আংশিক মেঘলা থাকবে আকাশ। বাড়তে পারে গরম। স্থানীয়ভাবে কোনও কোনও জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও সার্বিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই বললেই চলে। বৃহস্পতিবার ইদের দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই বললেই চলে। কোনও কোনও জায়গায় হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

কিছুদিন আগে ঝড়বৃষ্টিতে সাময়িক যে স্বস্তি ফিরেছিল তা উধাও হতে চলেছে। বুধবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এদিকে, বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায়।

বৃহস্পতিবার এই জেলাগুলির পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। শুক্রবারও হালকা বৃষ্টিতে ভিজতে পারে এই জেলাগুলি। তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলা। চলতি সপ্তাহ জুড়ে উত্তরের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 

বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আপাতত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে বৃষ্টিপাত। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার অবশ্য উত্তরবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী সাত দিন সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here