দেশের সময়: এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের শিলিগুড়ির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।

বুধবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাড়ি ও বিশ্ববিদ্যালয়ের দফতরে একযোগে চলে তল্লাশি অভিযান। অপরদিকে, কলকাতায় থাকা তাঁর বাঁশদ্রোণীর ফ্ল্যাটেও যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরপর বৃহস্পতিবার জল্পনা বাড়িয়ে সকাল-সকাল তড়িঘড়ি কলকাতার উদ্দেশে রওনা দেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সূত্রের খবর, সস্ত্রীক বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। সকাল ১০ টা ৪৫ নাগাদ সেখান থেকে ছাড়ে বিমান। সেই বিমানে চড়েই কলকাতা বিমানবন্দর নামেন দুপুর ১২টা নাগাদ। সেখানে সাংবাদিকদের প্রশ্নর উত্তরে উপাচার্য বলেন, ‘বাড়ি যাচ্ছি’। জানিয়ে দেন, তাঁর আমলে কোনও দুর্নীতি হয়নি। তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত হন। বুধবার সকাল ৮ টা নাগাদ তাঁর কলকাতার বাঁশদ্রোণীর ফ্ল্যাটে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

কিন্তু সেই ফ্ল্যাটে কেউ ছিলেন না। সেই কারণে ফ্ল্যাটটি সিল করে নোটিস সাঁটিয়ে দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁরা মনে করছেন নিয়োগ সংক্রান্ত বহু নথি, হার্ড ডিস্ক, তথ্য সেই ফ্ল্যাটে থাকতে পারে। তাই ওই ফ্ল্যাটটিতে পুলিশকে সামনে রেখে আবারও তল্লাশি চালানো হতে পারে এমনটাই অনুমান। ফলত মনে করে হচ্ছে সেই কারণেই এ দিন তড়িঘড়ি কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন উপাচার্য। ফ্ল্যাট তো সিল, সেখানে গিয়ে কী করবেন, প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, গিয়ে দেখি কী করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here