এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন দেখার জন্য উপছে পড়ছে ভিড়! রেকর্ড গড়ল শ্রীনগর

গত বছর ২ লাখ পর্যটক এই বিখ্যাত ও অপূর্ব সুন্দর বাগানটি ঘুরে পরিদর্শন করেছে। সোনমার্গ হিল স্টেশনে তৈরি হবে আরেকটি টিউলিপ বাগান।

কাশ্মীর ফাইলস নিয়ে এখন দেশজুড়ে আলোচনা, তর্ক-বিতর্ক। তবে কাশ্মীরের নৈস্বর্গিক প্রাকৃতিক দৃশ্যের সুনাম বিশ্বজোড়া। বরফ ঢাকা হিমালয় পর্বতমালার পাদদেশে ঈশ্বর নিজের হাতে যেন প্রকৃতিকে সাজায়ি তুলেছেন। ভূস্বর্গ নামটি এমনি এমনিই হয়নি।

এই বসন্তে শ্রীনগরের জাবারওয়ান পাহাড়ের পাদদেশে এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন রয়েছে। গত ২৩ মার্চ থেকে এই সুন্দর ফুলে ঢাকা বাগানটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব এ. কে মেহতা বুধবার টিউলিপ গার্ডেনের উদ্বোধন করতে গিয়ে এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। গত ছয় মাসে কাশ্মীরের পর্যটকদের বৃদ্ধি হয়েছে রেকর্ড হারে।

শ্রীনগরের জাবারওয়ান পর্বতমালার পাদদেশে, ডাল লেকের তীরে অবস্থিত এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগানে টিউলিপ উত্‍সবের উদ্বোধন করা হয়েছে। মুখ্য সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়েছেন, মার্চ মাসে এখনও পর্যন্ত কাশ্মীরের পর্যটকের সংখ্যা রেকর্ড করেছে।

সর্বকালের সর্বোচ্চ পর্যটক সমাগম হয়েছে এই বছরেই। গত ছয় মাসে কাশ্মীরে পর্যটকদের সংখ্যা সর্বকালের সর্বোচ্চ বলে জানা গিয়েছে।

পর্যটক-সহ বিপুল সংখ্যক মানুষ বাগানে টিউলিপ ফুল ও সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন।

এই টিউলিপ উত্‍সবে শুধু রঙবেরঙের ফুলের প্রদর্শনই নয়, পর্যটক ও দর্শনার্থীদের জন্য রয়েছে ধারাবাহিক সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

সামনের দিনগুলিতে যে আরও মানুষের সমাগম হতে চলেছে, তা বলাই বাহুল্য।

ফুল চাষ বিভাগের কমিশনার বা সচিব শেখ ফায়াজ জানিয়েছেন, গত বছর ২ লাখ পর্যটক এই বিখ্যাত ও অপূর্ব সুন্দর বাগানটি ঘুরে পরিদর্শন করেছে। সোনমার্গ হিল স্টেশনে তৈরি হবে আরেকটি টিউলিপ বাগান।

পর্যটকদের আকর্ষণ বাড়াতে পহেলগাঁওতে একটি গোলাপের বাগান তৈরির পরিকল্পনা করা হয়েছে। তাঁর কথায়, সোনমার্গে টিউলিপ বাগান স্থাপনের জন্য ১০০কানাল জমি চিহ্ণিত করা হয়েছে।

সঙ্গে ভূস্বর্গের মনোরম প্রকৃতি। সেই সব ছবি তাঁরা শেয়ার করেছেন যৌথ ফেসবুক অ্যাকাউন্টে।

কাশ্মীরের টিউলিপ গার্ডেন পর্যটকদের কাছে বরাবরের আকর্ষণের। বলা হয় এপ্রিল থেকে জুন মাস এই বাগানের সৌন্দর্য সবচেয়ে বেশি থাকে।

আর মার্চের শেষে সেই বাগানে পৌঁছেছেন কলকাতা তথা রাজ্যের চেনা জুটি শোভন-বৈশাখী। পাশাপাশি দেশের সীমান্ত শহর বনগাঁ থেকে পৌঁছেছেন আরও দুটি জুটি রতন- কণিকা, সুপ্রিয়- অঞ্জলী৷

কাশ্মীরে গিয়ে এই জুটিরা বরফ নিয়ে খেলবেন না তা আবার হয় নাকি! না, সেই সুযোগ হাতছাড়া করেননি ওঁরা।

গুলমার্গে বরফে ঢাকা প্রকৃতির মাঝে নানা ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন ওঁরা।

রাজনীতির মঞ্চ থেকে সামজিক অনুষ্ঠান, শোভন-বৈশাখী মানে রং মেলানো পোশাক। কাশ্মীরে বেড়াতে গিয়ে অবশ্য সেই চেনা রূপ থেকে কখনও কখনও বার হয়েছেন তাঁরা।

রূপচর্চার ব্যাপারে সব সময়েই যত্ন নিতে ভালবাসেন বৈশাখী। বেড়াতে গিয়েও সেজেছেন। আবার সাজের পরে দাঁড়িয়েছেন আয়নার সামনে।

ওঁরা যে কাশ্মীর ভ্রমণ বেশ উপভোগ করেছেন তা স্পষ্ট প্রতিটি ছবিতেই। আপাতত রাজনীতি থেকে ছুটিতে রয়েছেন শোভন। আর এদিকে রতন- সুপ্রিয়রা ব্যবসার চাপ মাথা থেকে সরিয়ে বাংলার তীব্র গরমে ছুটির অ্যালবামে জায়গা করে নিল ভূস্বর্গ সফর। ছবি সৌজন্যে ফেসবুক ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here